কম খরচে উপভোগ করতে চান বিদেশের মজা? দার্জিলিং ভুলে ঘুরে আসুন এই হিল স্টেশন থেকে

বাংলাহান্ট ডেস্ক : বাংলা জুড়ে খেলা দেখাচ্ছে গরম। এই গরমে সবাই চাইছেন একটু পাহাড় থেকে ঘুরে আসতে। তবে আমাদের পরিচিত শৈল শহরগুলিতে এখন ভিড়ের চোটে পা রাখা দায়। কিছু মানুষ এমন আছেন যারা পাহাড়ে (Hill Station) ঘোরার সাথে সাথে চাইছেন একটু নির্জনতা। আজ আমরা আপনাকে সেই রকম একটি জায়গার কথাই বলবো।

হিমালয়ের পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড় এই মুহূর্তে সবার গন্তব্য। ধীরে ধীরে সেই সব অঞ্চলে বিভিন্ন পাহাড়ি গ্রাম বিখ্যাত হয়ে উঠছে পর্যটনের জন্য। এইসব পাহাড়ি গ্রাম নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের মধ্যে। এর আগে আমরা বিভিন্ন প্রতিবেদনে সেই রকম কিছু গ্রাম সম্বন্ধে আপনাদের বলেছি। আজ আমরা আপনাকে বলব ছোট মঙ্গোয়া সম্বন্ধে।

chota mangwa 1024

ছোটা মাঙ্গোয়া অধিকাংশ মানুষের কাছেই অপরিচিত। মাঙ্গোয়া পাহাড়ের উপর এই গ্রাম অবস্থিত বলে এই গ্রামের নাম ছোট মাঙ্গোয়া (Choto Mangoa)। এই গ্রামে আপনি দেখতে পাবেন চা বাগান, কমলালেবুর গাছ, পাইনের বন, পাহাড়ি রাস্তার অপূর্ব দৃশ্য। এরই সাথে রয়েছে নির্জনতা। এই গ্রামটি খুব একটা পরিচিত নয় বলে এই জায়গা এখনও বেশ নির্জন।

আপনি একান্তে সময় কাটাতে পারবেন এখানে। মায়াবী প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই গ্রামে গেলে আপনি এখানকার কমলালেবু উপভোগ করতে পারবেন। দিগন্ত বিস্তৃত ফলের বাগান এত মোহময়, কাশ্মীরের আপেল বাগানকেও কোথাও কোথাও সৌন্দর্যে টেক্কা দেবে।

Choto mangoa

এছাড়াও গরমের ছুটিতে আপনি এই গ্রামে গিয়ে কাটাতে পারেন বিভিন্ন ক্যাম্পে। মাত্র ১২০০ থেকে ১৫০০ এর মধ্যে পেয়ে যাবেন টেন্ট। এখান থেকে আপনি ঘুরে আসতে পারেন তাকদা, রামপুরিয়া, দাওয়াইপানি, পেশক, চটকপুরে। এনজিপি থেকে গাড়ি ভাড়া করে আপনি সরাসরি পৌঁছে যেতে পারেন এই গ্রামে। এনজিপি থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর