বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটিতে অনেকেই ঘুরতে যান। তবে বাঙালির ঘুরতে যাওয়া মানেই দার্জিলিং, পুরী কিংবা দীঘা (Digha)। আজ আমরা আপনাদের এমন এক পাহাড়ের কোলে ছোট্ট গ্রামের সন্ধান দেবো যা প্রাকৃতিক রূপের শ্রেষ্ঠ উদাহরণ। এই গ্রামে এসে ভিড় করে বিভিন্ন জাতের পরিযায়ী পাখি। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। তাই দু’দিনের ছুটিতে পরিবারকে সাথে নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের মংপং (Mongpong) থেকে।
এখন যারা উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করছেন তারা একবার ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে। এই গ্রাম দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত। পাহাড়ের জনজীবনকে খুব কাছ থেকে দেখতে আপনাদের ডেসটিনেশন হোক মংপং। এই গ্রামের দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র কয়েক ঘন্টার। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে সেবক করোনেশন সেতু দিয়ে পৌঁছাতে পারবেন এই গ্রামে।
সেবক পাহাড়ের চড়াই-উতরাই পথ অতিক্রান্ত করে আপনাকে পৌঁছাতে হবে এই গ্রামে। চারদিকে রয়েছে ঘন জঙ্গল। পাহাড়ের বাঁকে হঠাৎ উঁকি দেবে পাহাড়ি ঝরনা। শহরের কোলাহল থেকে খানিকটা বিরতি নিয়ে এই গ্রামের নিস্তব্ধতা আপনাদের মনকে শান্ত করবে। এই জায়গায় পাঁচটি কটেজ তৈরি করেছে রাজ্য পর্যটন উন্নয়ন নিগম। এগুলির ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।
গরুমারা, চাপড়াবাড়ি অভয়ারণ্য এই গ্রামের খুব কাছেই। বেঙ্গল সাফারি পার্ক রয়েছে এই গ্রামের পিছনে। ইচ্ছা করলে আপনারা তিস্তা বাজার হয়ে এখান থেকে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। এনজিপি ও বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে পারেন মংপং। শিলিগুড়ি থেকে ডুয়ার্সগামী যে কোনও সরকারি ও বেসরকারি বাসে উঠে পড়লে আপনারা পৌঁছে যাবেন মংপং।