বাংলাহান্ট ডেস্ক : কর্মব্যস্তময় জীবনকে দূরে সরিয়ে রেখে আমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসি। তবে আম বাঙালি ঘুরতে যাওয়ার জন্য বেছে নেন দীঘা-পুরী কিংবা দার্জিলিংকে। তবে আজ আপনাকে এমন একটি সমুদ্র সৈকতের ঠিকানা বলব যেখানে গেলে আপনি ডুবে যাবেন আনন্দ সাগরে। সমুদ্রপ্রেমী মানুষদের জন্য এই স্থান আদর্শ। এখানে দীঘা পুরীর মতো ভিড় হয় না। তাই নিশ্চিন্তে আপনি এখানে একান্তে সময় কাটাতে পারেন।
আমরা আজ আপনাকে দক্ষিণ পুরুষোত্তমপুর (Dakshin Purusottampur) সমুদ্রতট সম্পর্কে বলবো। সপ্তাহ শেষে দু-তিন দিন এই সমুদ্র সৈকত থেকে আপনারা ঘুরে আসতে পারেন। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) এই সৈকতের কথা অনেকেই জানেন না। এর ফলে অন্যান্য সমুদ্রের তটের থেকে এখানে ভিড় অনেকটাই কম। যদিও, মন্দারমণির খুব কাছেই এই সমুদ্র সৈকত অবস্থিত, তাই খুব একটা বিস্তর ফারাক দেখা যাবে না দক্ষিণ পুরুষোত্তমপুরে।
সমুদ্র বলতেই আমরা বুঝি দীঘা (Digha), পুরী, মন্দারমণি, শংকরপুর, তাজপুর। কিন্তু অত্যধিক পরিমাণ ভিড় হাওয়ায় অনেকেই এই জায়গা গুলি এড়িয়ে চলেন। তাই যারা নিস্তব্ধ সমুদ্র তটে সময় কাটাতে চান তারা চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর। এই জায়গায় ভালো কোনও হোটেল অবশ্যই নেই। তবে এখানে রয়েছে ব্যাকপ্যাকার্স টেন্ট ক্যাম্প। খাওয়া-দাওয়ার জন্য একদমই চিন্তা করতে হবে না।
ব্যাকপ্যাকার্স ক্যাম্পে চারবেলা খাওয়াসহ খরচা বারোশো টাকা মত। এখানে খুব একটা ভিড় হয় না, কিন্তু আগে থেকে জানিয়ে যাওয়া আপনার জন্য সুবিধা জনক। এই জায়গায় যেতে হলে আপনাকে দীঘাগামী যে কোনও বাস ধরতে হবে। এরপর আপনাকে নামতে হবে চাউলখোলা বাসস্ট্যান্ডে। এরপর ওই জায়গা থেকে অটো বা ট্রেকার ধরে পৌঁছে যেতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর।