বাংলাহান্ট ডেস্ক : যাদের পায়ের তলায় সর্ষে, তাদের তো সব সময়েই ঘুরতে যেতে মন চায়। তবে, পকেটে টাকা থাকলেই বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলে ভ্রমণপিপাসুরা। কিন্তু, বড় বাজেটের ভ্রমণ হলে টাকা জমাতে সময় লাগে। ফলে বছরে একবারের বেশি বেড়ানো হয়ে ওঠে না। তবে, যদি ১৫০০ টাকা পকেটে থাকে, তাহলে অবশ্য দেশের নানান প্রান্তেই ঢুঁ মেরে আসা সম্ভব। অল্প টাকাতেই পাহাড়, সমুদ্র, নদী, গ্রাম, নগর ভ্রমণের সন্ধান থাকল এই প্রতিবেদনে….
১) লাদাখ : ধূসর, রুক্ষ পাহাড়ের মাঝখান দিয়েই এঁকেবেঁকে চলা রাস্তা। একই সঙ্গে উপত্যকা আর স্বচ্ছ নীল হ্রদ। বরফ ঢাকা লাদাখ যেন এক স্বর্গভূমি। না দেখলে লাদাখের (Ladakh) সৌন্দর্য বিশ্বাস করা কঠিন। বাইকে করে লাদাখ ভ্রমণের স্বপ্ন দেখেন দেশের বহু তরুণ তুর্কীই। মাত্র ১৪০০ টাকা প্রতিদিনের খরচেই এই জায়গা ঘুরে আসতে পারেন।
২) জয়সলমীর : সোনালি বালির টিলা, প্রাসাদ আর হাভেলির সংস্কৃতির মিশেলেই রয়েছে জয়সলমীরের মাহাত্ম্য। অনন্য সুন্দর এই শহরে একবার পা রাখলে মুগ্ধ হবেন আপনিও। উটের সাফারি চড়ার জন্য দেশ বিদেশ থেকে লোক যায় জয়সলমীর (Jaisalmer)। প্রতিদিনের খরচ বাবদ মাত্র ১০০০ টাকা পকেটে থাকলেই আরামসে ঘুরে আসতে পারবেন জয়সলমীর।
৩) স্পিতি : ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হিমাচল প্রদেশের (Himachal Pradesh) অন্যতম পর্যটন কেন্দ্র এই স্পিতি (Spiti Valley)। আমজনতার কাছে ‘লিটল তিব্বত’ হিসেবে পরিচিত এই সুন্দর উপত্যকাটি বিখ্যাত হয়েছে মূলত তার সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। প্রতিদিন মাত্র ৯০০ টাকা খরচ করেই সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন।
৪) গোয়া : গোয়া (Goa) ভারতের এমনই একটি ভ্রমণ গন্তব্য, যেখানে বোধ হয় সকলেই যেতে চায়। গোয়ায় বেড়াতে গেলে বিচ ছাড়াও আপনি ইতিহাসের ফেলে আসা নানা ধরনের স্থাপত্যের সৌন্দর্যে অবশ্যই মুগ্ধ হবেন। বলা বাহুল্য, আপনার স্বাস্থ্যকেও বেশ উজ্জ্বল করে তোলে সেখানের মনোরম পরিবেশ। প্রতিদিন মাত্র ১২০০ টাকা খরচ হয় গোয়াতে।
৫) হৃষিকেশ : আধ্যাত্মিকতা, যোগব্যায়াম এবং পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত থাকার কারণে অত্যন্ত জনপ্রিয় হৃষিকেশ (Rishikesh)। নিভৃতে শান্ত পরিবেশে সময় কাটাতেই ভ্রমণপ্রেমীরা পাড়ি দেন হৃষিকেশ। এছাড়া সেখানকার ট্রেকিং, মাউন্টেন বাইকিং, রিভার রাফটিং, রক ক্লাইম্বিং এবং বাঞ্জি জাম্পিংয় বেশ জনপ্রিয়। প্রতিদিন ১,৪০০ টাকা খরচেই হৃষিকেশ সফর সম্ভব।