বাদ দিন দিঘা-পুরী! টুক করে ঘুরে আসুন এই হিল স্টেশন থেকে, অল্প খরচেই মিলবে শান্তি

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই গরমে নাজেহাল বঙ্গবাসী। গরম থেকে স্বস্তি পেতে এই মুহূর্তে অনেকেই দার্জিলিং যাচ্ছেন ঘুরতে। কিন্তু দার্জিলিং মানেই “জন অরণ্য।” রাস্তা থেকে হোটেল, সব জায়গায় জনপ্লাবন। কিন্তু এমন অনেক অফ বিট জায়গা রয়েছে যেখানে সেই পরিমাণ ভিড় হয় না। কিন্তু সময়ের সাথে সেই সব গ্রাম্য জায়গাগুলি ধীরে ধীরে পরিচিতি লাভ করছে।

আপনারা যদি ভীর থেকে দূরে একান্তে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই জায়গাগুলিতে যেতে পারেন। আজ আমরা দার্জিলিং এর কাছে এমনই একটি জায়গার সন্ধান দেবো আপনাদের। এই জায়গাটি মিরিকের কাছে ৫৮০০ ফুট উঁচুতে অবস্থিত। এই গ্রামের উঁচু নিচু পাহাড়ের মধ্যে চা বাগান ও কমলালেবুর গাছ আপনার মনকে মুগ্ধ করবে।

Palmajua

এই গ্রামটির চারপাশ জুড়ে রয়েছে পাইন-ওকের জঙ্গল ও লেক। পালমাজুয়া (Palmajua) নামের জায়গাটিতে একবার এলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির সৌন্দর্যের মধ্যে। এই জায়গায় আপনি দর্শন করতে পারেন মিরিক গুম্ফা, টিংলিং ভিউপয়েন্ট, টিবেটান গুম্ফা ইত্যাদির। এছাড়াও রামেতি ভিউ পয়েন্ট রয়েছে খুব কাছেই। সেখান থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ।

প্রতিটি মুহূর্তে প্রকৃতি নিজের রং বদলায় এই গ্রামে। এই গ্রামে পাহাড়ের ঢালে ছোট্ট গ্রাম আপনার মনকে দুলিয়ে দেবে। লোয়ার মিরিকের কাছাকাছি স্কুলদাঁড়া নামের আরও একটি ছোট্ট গ্রাম রয়েছে। প্রকৃতিপ্রেমীদের কাছে এই গ্রামটি আদর্শ একটি স্থান। নানা ধরনের পাখির আওয়াজে এই গ্রামের আকাশ কলরবে ভরে থাকে। পালমাজুয়া ভিউ পয়েন্ট এই গ্রামের অন্যতম একটি দর্শনীয় জায়গা।

Palmajua

এই জায়গাটি অবস্থিত সিঙ্গালিলা জাতীয় উদ্যানের কাছেই। এই গ্রাম নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজে গাড়ি করে এই জায়গায় পৌঁছানো যায়। এই জায়গায় থাকার জন্য রয়েছে বিভিন্ন হোটেল ও লজ। এই গরমে আপনারাও যদি পাহাড়ে এক অন্য অভিজ্ঞতা লাভ করতে চান তাহলে একবার ঘুরে আসতেই পারেন এই জায়গা থেকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর