বাংলাহান্ট ডেস্ক : তিনি মদন মিত্র। বাংলার ‘কালারফুল বয়’ তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে একাধিকবার তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আরও একবার প্রকাশ্যে তিনি পার্থকে নিয়ে নিজের মতামত জানালেন। স্বাভাবিক ভাবেই আলোচনায় উঠে আসে ‘বান্ধবী-প্রসঙ্গ’। আর এই ব্যাপারে নিজের স্বভাব-সিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra) বলেন, ‘বান্ধবী ছাড়া জীবনটা যেন মরুভূমি!’
রবিবার সন্ধ্যায় কসবার একটি মোবাইল দোকানে যান মদন মিত্র। সেখানেই সংবাদমাধ্যমের প্রতিনিধিকে সাক্ষাৎকার দেন তিনি। আলোচনার মাঝেই উঠে আসে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। এব্যাপারে মদন বললেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা হচ্ছে, দুর্নীতি কতটা হয়েছে তা নিয়ে। আমার বক্তব্য হচ্ছে, আমি আমার বান্ধবীকে কিছু দিলে তার তো একটা ডকুমেন্ট থাকবে। কোথা থেকে কিনলাম, কোথা থেকে পেলাম সমস্তটারই একটা হিসেব থাকবে। এখানে প্রশ্নটা বান্ধবীকে নিয়ে নয়, প্রশ্নটা হলো দুর্নীতি নিয়ে। একদিকে দেখা যাচ্ছে, অন্য রাজ্যের বিধায়করা শাড়ি কেনার নাম করে ৪০-৮০ লক্ষ টাকার শাড়ি কিনতে চলে আসছেন। মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষকে ঠকিয়ে, মানুষের টাকা নিয়ে নিজের আনন্দ ফূর্তির জন্য যদি সেই টাকা বান্ধবীকে খুশি করার জন্য ব্যবহার করি সেটা অবশ্যই অন্যায়।’
কামারহাটির তৃণমূল বিধায়কের আরও বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও রকম তুলনায় যাব না। কারণ, উনি অনেক বড় মন্ত্রী ছিলেন। অনেক বড় নেতা তিনি। আমার বান্ধবীরা কিন্তু ঝালমুড়ি খেয়েও খুশি হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে শুধু এটুকু বলব, দল যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমি সহমত। মানুষকে প্রতারণা করে, বন্ধুত্ব কেন, সংসারের কোনও ধর্মই পালন করা যায় না। আমার একমাত্র সহচরী, আমার স্ত্রী।’ কিছুদিন আগেই অপর একটি সাক্ষাৎকারে তিনি বলে ছিলেন, ‘পার্থর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। কারণ, পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, সেই পারফরম্যান্সের কাছে আমি চুনোপুঁটি।’