হেলমেট ছাড়া বাইক চালালেই এবার ১০গুন টাকা দিতে হবে বেশি

বাংলা হান্ট ডেস্ক: ফের বড়োসড়ো সিদ্ধান্ত নিল মোদি সরকার। গতকাল পার্লামেন্টে বিজেপি নেতা নীতিন গড়গরি পথ নিরাপত্তা আইনে একাধিক পরিকল্পনা করা হয়েছে। যদি কেউ বিনা হেলমেটে গাড়ি চালায় তাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। আগে হেলমেট বিহীন বাইক চালালে ১০০টাকা জরিমানা করা হতো, সেটাই এবার ১০০০ টাকা দিতে হবে।

এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালালে গাড়িতে সিটবেল্ট না পড়লে মোটা টাকার জরিমানা সাথে সাথে লাইসেন্স বাতিল করা হবে বলে নতুন আইন আনা হয়েছে এবং যদি কেউ সিগন্যাল না

Screenshot 2019 0717 174348মানে এবং পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে আরো বেশি টাকা জরিমানা করা হবে।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর