বাংলাহান্ট ডেস্ক : উত্তপ্ত অরুণাচল (Arunachal Pradesh) থেকে লাদাখ (Ladakh)! ফিরে আসছে গালওয়ান উপত্যকার স্মৃতি। যুদ্ধ পরিস্থিতিতে ভারত-চিন সীমান্ত। দু’দেশই অস্ত্র সজ্জায় সজ্জিত হচ্ছে। এরই মধ্যে জার্মান (Germany) রাষ্ট্রদূত ফিলিপ একরমেন এক বিস্ফোরক দাবি করে বসলেন। ভারত – চিন সংকট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন চিনের মোকাবিলা করার ক্ষমতা একমাত্র ভারতের রয়েছে। অন্য কোনও রাষ্ট্রের সেই সামর্থ নেই।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এফটিএ বা এই বাণিজ্যিক চুক্তি বিষয়ে প্রশ্ন করা হয় জার্মান রাষ্ট্রদূত ফিলিপকে। তিনি এর উত্তরে বলেন, ‘আমি ভীষণ ভাবে চাই এফটিএ চুক্তি হোক। এই চুক্তি হলে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছবে। আমরা অতিরিক্ত ভাবে চিনের উপর নির্ভরশীল। ভারতের সঙ্গে বেশি বাণিজ্য আমাদের জন্য লাভদায়ী হবে। কিন্তু দুঃখের বিষয় ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ অত্যন্ত কম। এটাই আমাদের আরও বাড়াতে হবে।
এরপরই ফিলিপ বলেন, ‘ জনসংখ্যা, উন্নয়ন এবং বাকি সমস্ত ক্ষেত্রে চিনের মোকাবিলা করতে পারে একমাত্র ভারত। অন্য কোনও দেশ নয়। আমি জানি না যখনই বাণিজ্যের কথা ওঠে তখনই মানুষ কেন ভিয়েতনাম বা মালয়েশিয়ার দিকে দৌড়ন। সম্ভবত ভারতে প্রকৃতিকে রক্ষা করার প্রচেষ্টা বেশি এবং এর নিয়ম কানুনও বেশ কঠিন।
ভারত চিনের সীমান্ত সমস্যা নিয়ে তিনি জানান, ‘এই বিষয়ে আমার কাছে খুব বেশি তথ্য নেই। তবে সংবাদমাধ্যম সূত্রে যতটুকু জানতে পারছি তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। কিছু দিন আগেই আমরা পশ্চিমের দেশগুলিতে হিংসা দেখেছি। এখন পূর্বেও একই সমস্যা দেখা দিয়েছে। আমার মনে এটা খুবই ভাবার বিষয়।’