এই দুই প্লেয়ার থাকলে ভারতের অবস্থা এত খারাপ হত না, বড় বয়ান রাহুল দ্রাবিড়ের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরকারী ওয়ান ডে ক্রিকেট দলে ভারসাম্য ছিল না, এই কথা একপ্রকার স্বীকার করে নিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অভাব বোধ করেছিল ভারতীয় দল, তা সাংবাদিক সম্মেলনে নিজের মুখেই বলেছেন তিনি।

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছেন তেম্বা বাভুমা-রা। এরপরে, রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং ওয়ান ডে, দুটি সিরিজেই সেই একই দল মুখ থুবড়ে পড়ে। বোলিং থেকে শুরু করে মাঝের ওভার গুলিতে ব্যাটিং সব বিভাগেই সমস্যায় ভুগেছে ভারত।

hardik jadeja

রাহুল দ্রাবিড় দলের খারাপ পারফরম্যান্সের প্রসঙ্গে বলেছেন, ‘ফিটনেসের কারণে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা মাঠের বাইরে। তারা ফিরলে দলের গভীরতা বাড়বে যা আমাদের ভিন্নভাবে দল সাজানোর সুবিধাও দেবে। দলের বাকিদের ৪,৫ বা ৬ নম্বরে ব্যাট করার সময় কি করা প্রয়োজন তা জানতে হবে। শ্রেয়স আইয়ার তিন ম্যাচেই আউট হন। আমরা জানি যে তারা সবাই চেষ্টা করছেন এবং আমরা তাদের সম্ভাব্য সব উপায়ে সমর্থন করব। তবে দলের প্রতিটি জায়গার জন্য প্রচুর প্রতিযোগিতা রয়েছে এবং এই পরিস্থিতিতে কারোর কাছেই জায়গা ধরে রাখা সহজ নয়।’

দ্রাবিড় আরও যোগ করেছেন, ‘ভেঙ্কটেশ আইয়ারকে মিডল অর্ডারের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা ষষ্ঠ বোলিং বিকল্প হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের মতো খেলোয়াড়দের প্রস্তুত রাখতে চাইছি। ভেঙ্কটেশ হোক বা হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা, তারা ফিরে এলে আমাদের কাছে অনেক অপশন থাকবে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি আমরা কোথায় আছি এবং সবাই আমাদের ভূমিকা সম্পর্কে সচেতন।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর