বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যান্য গণপরিবহন ব্যবস্থাগুলির মধ্যে সবথেকে ট্রেনের টিকিটের দাম কম। তবুও টিকিট না কেটে যাওয়া আসার অভ্যাস হয়ে গেছে বহু যাত্রীর। কপাল জোরে অনেক সময় টিকিট কালেক্টরদের থেকে রেহাই পেয়েছেন তারা। তাই বারবার সেই দুঃসাহস দেখিয়ে টিকিট না কেটে ট্রেনে উঠে কিংবা যে কোন স্টেশনে প্রবেশ করে যান। যাত্রীদের টিকিট কাটার বিষয়ে বারবার সতর্ক করেছিল পূর্ব রেল। এবার যারা টিকিট না কেটে ট্রেনে উঠে বা স্টেশনে আসে তাদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল ছোট ছোট স্টেশনগুলোতে কোন সময় টিকিট চেকিং হয় না বলে মানুষ ধরে নেন, সেই সব স্টেশনগুলোতেই এবার টিকিট চেকিং অভিযান চলবে। বিনা টিকিটে (Ticket) যাত্রা আটকাতে পূর্ব রেলের এই উদ্যোগ। শুধু তাই নয়, বিনা টিকিটে অবৈধ যাত্রা আটকাতে এবং বৈধ টিকিট নিয়ে যাত্রা করার জন্য নিত্য যাত্রীদের জন্য হাওড়া স্টেশনে (Howrah) এক বিশেষ ক্যাম্প কোর্টের ব্যবস্থা করা হয়েছে।
আরোও পড়ুন : ভারতীয় সেনাবাহিনীতে আসছে রোবট কুকুর! যুদ্ধের কৌশলটাই এক্কেবারে পাল্টে দেবে এই যন্ত্র
পূর্ব রেলের পক্ষ থেকে বহু সময় জনসচেতনতামূলক বার্তা দেওয়া হয়। তার মধ্যে অন্যতম হলো টিকিট না কেটে ট্রেনে ওঠার প্রবণতা কমানো। কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। এবার বড় পদক্ষেপ গ্রহণ করলো পূর্ব রেল। মূলত টিকিট কাটার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হাওড়া স্টেশনে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে পূর্ব রেল। এবার বিনা টিকিটে যারা হাওড়া স্টেশনে যাবেন, একবার ধরা পড়লেই তাদের নিয়ে যাওয়া হবে ক্যাম্প কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে।
ইতিপূর্বে হাওড়া স্টেশনে ম্যাজিস্ট্রেটের সামনে মোট ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের থেকে জরিমানা এবং ভাড়া বাবদ ২,০৯,১০০ টাকা সংগ্রহ করতে পেরেছে পূর্ব রেল। আগামী দিনে যদি পূর্ব রেলের পক্ষ থেকে এই ধরনের ক্যাম্প কোর্টের ব্যবস্থা করা হয় তাহলে বিনা টিকিটে ভ্রমণ করার সাহস আর পাবেন না যাত্রীরা। ট্রেনে উঠতে গেলে যাত্রীদের টিকিট কাটতে হবে এবং লাগেজ বুক করতে হবে। এই সচেতনতা বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই দুর্দান্ত উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব রেল।