বাজারের ব্যাগে করে বাচ্চা চুরি? দত্তপুকুর লোকালে হাতেনাতে ধরা পড়লেন মহিলা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কিছুদিন ধরেই বারাসাত সংলগ্ন এলাকায় ছেলেধরার উপদ্রব বেড়েই চলেছে। বুধবার সাত সকালে বাচ্চা চুরির অভিযোগে তুমুল উত্তেজনা বিরাটি স্টেশনে (Birati Station)। জানা যাচ্ছে  এদিন বাচ্চা চুরির (Child Trafficking) অভিযোগে ৭:৪০ মিনিটের ডাউন দত্তপুকুর লোকালের (Dutta Pukur Local) মহিলা কম্পার্টমেন্ট থেকে বিরাটি স্টেশনে টেনে নামানো হয়েছে এক মহিলা যাত্রীকে।

ওই মহিলা একটি বাজারের ব্যাগ নিয়েই ট্রেনে উঠেছিলেন। কিন্তু সেই ব্যাগ নড়াচড়া করায় প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যাত্রীদের। তাই প্রথম থেকেই  সকলে মহিলাকে সন্দেহ করতে শুরু করেছিলেন। কেউ কেউ অভিযোগ করেন ওই মহিলা বাচ্চা চুরি করছেন। অন্য যাত্রীদের সন্দেহ হওয়ায় তারা প্রত্যেকেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

   

প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় ব্যাগে কি আছে? কিন্তু প্রথমে তিনি ব্যাগ দেখাতে অস্বীকার করেন। কিন্তু পরে বাধ্য হন ব্যাগ দেখতে। তখন দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে কাপড়ে ঢাকা দেওয়া বছর খানেকের একটি শিশু। একরত্তি শিশু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় মহিলা কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই ক্ষোভে ফেটে পড়েন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে DA মামলা! এবার খুলবে রাজ্য সরকারি কর্মীদের কপাল? বিরাট আপডেট!

তখন ওই মহিলা পালানোর চেষ্টা করলে সেই সময় মহিলার সঙ্গে বাকি যাত্রীদের ধসাধ্বস্তি শুরু হয়ে যায়। এরপর বিরাটি স্টেশন চলে আসলে তাকে টেনে হিচড়ে ট্রেন থেকে বিরাটি স্টেশনে নামান যাত্রীরা। এরপর বিরাটি স্টেশনে শুরু হয় যাত্রীদের বিরাট বিক্ষোভ। কিছুক্ষণের ঘটনাস্থলে হাজির হয় রেলপুলিশ। তারাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

অভিযুক্ত ওই মহিলা সহ শিশুটিকে জিআরপির হাতে তুলে দেন ট্রেনের যাত্রীরা। এখন ওই অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কোথা থেকে ওই বাচ্চাটিকে  নিয়ে আসলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত বিষয় নিয়েই শুরু হয়েছে তদন্ত।

 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর