পার্টিতে গিয়ে ভাগ্য বদল মহিলার! লটারি জিতে রাতারাতি হয়ে গেলেন কোটি টাকার মালিক

বাংলাহান্ট ডেস্ক : লটারি হল ভাগ্যের খেলা। আর ভাগ্য কখন যে কাকে গরিব থেকে আমির করে দেবে তা আগে থেকে কেউ বলতে পারেনা। ভাগ্যে যদি থাকে তাহলে অনেক সময় সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন কোটিপতি। কিন্তু এমন কখনো শুনেছেন কি যে অফিস পার্টিতে গিয়ে কেউ জিতে নিয়েছেন কোটি টাকা লটারি?

সম্প্রতি এমনই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলার সাথে। এই মহিলা অফিস পার্টিতে গিয়ে লটারিতে জিতে নিয়েছেন ১.৪ কোটি টাকা। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। জোর চর্চা শুরু হয়েছে এই মহিলাকে নিয়ে।

আমরা সাধারণত কোন অনুষ্ঠানে একে অপরের সাথে উপহার বিনিময় করে থাকি। কিন্তু সেই উপহারের একটা সীমা থাকে। তাই বলে পার্টি থেকে কোটি টাকা লাভ করেছেন এমন ঘটনা বিরল। ভাগ্যবান এই মহিলার নাম লরি জেনস। তিনি ম্যানেজার হিসাবে কাজ করেন লুইসভিলের হারমন ডেন্টাল সেন্টারে। গত মঙ্গলবার ছিল অফিস পার্টি।

পার্টিতে প্রাথমিকভাবে এই মহিলা ২০৬৫ টাকার উপহারের কার্ড পান। এই অফিস পার্টির নিয়ম অনুযায়ী তিনি তার সহকর্মীর সাথে উপহার বিনিময় করেন এবং বেছে নেন ২০৬৫ টাকার একটি কার্ড। প্রথম কার্ড স্ক্র্যাচ করে ৪১৩৬ টাকা জেতেন। এরপর দ্বিতীয় কার্ড স্ক্র্যাচ করে তিনি পান ১.৪ কোটি টাকা! এই বিপুল পরিমাণ টাকা লটারি জেতার পর আনন্দে আত্মহারা হয়ে যান লরি।47910 lottery14 1 16

প্রথমে এই মহিলা বিশ্বাসই করতে পারেননি যে তিনি এত টাকা লটারিতে জিতেছেন। এই খুশির খবর প্রথমে তার স্বামীও বিশ্বাস করতে পারেননি। উচ্ছ্বসিত জেনস জানিয়েছেন, লটারির টাকা দিয়ে তিনি একটি গাড়ি কিনবেন। বাকি টাকা খরচা করবেন সন্তানের পড়াশোনার জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর