চাঁদা না দিয়ে অঞ্জলি দিতে যাওয়ার জের, বচসা থেকে হাতাহাতি! তারপর মৃত্যু মহিলার

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবকে ঘিরে চাঁদা জুলুম আর তা কেন্দ্র করে প্রথমে হাতাহাতি এবং পরবর্তীতে সেই উত্তেজক পরিস্থিতি থেকে মৃত্যু! অতীতে এহেন ঘটনা প্রায়শই ঘটতো বাংলায়। বহু বছর পর পুনরায় একবার একই ঘটনা ঘটতে দেখা গেল মুর্শিদাবাদের (Murshidabad) সন্ন্যাসীডাঙা গ্রামে। এই ঘটনায় ৪৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই মানুষের মাঝে উন্মাদনা চরমে। পুজোর শেষ মুহূর্তে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে মাতোয়ারা শহরবাসী। এর মাঝে গতকাল বচসা, হাতাহাতি এবং তা থেকে মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। মহিলার মৃত্যুতে ইতিমধ্যেই ছয় জনকে আটক করা হয়েছে বলে খবর।

ঘটনার সূত্রপাত দুর্গাপুজো উপলক্ষ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়াকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে খবর, সন্ন্যাসীডাঙা গ্রামে একটি রক্ষাকালী মন্দিরে বিগত বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। কয়েক মাস পূর্বে এই মন্দিরেই একটি কীর্তনের আসর বসে।

অভিযোগজ ওই কীর্তন এবং দুর্গাপুজোয় চাঁদা দেওয়া থেকে বিরত থেকেছে দুই পরিবার আর তা থেকে শুরু বিতর্ক। গতকাল অষ্টমীর দিন উক্ত দুই পরিবারের মহিলারা অঞ্জলি দিতে আসলে তাদেরকে বাধা দেওয়া হয়। এক্ষেত্রে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, চাঁদা না দেওয়ায় মিলবে না অঞ্জলি দেওয়ার সুযোগ! এরপরই সেখানে ধীরে ধীরে জড়ো হতে থাকে বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ।

স্থানীয় সূত্রে খবর, এরপর গোটা এলাকা জুড়ে উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে বচসা এবং পরবর্তীতে তা থেকে পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ায়। এরপরই সুচিত্রা মণ্ডল নামে এক মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকার সর্বত্র।

death

এ ঘটনার খবর পাওয়া মাত্রই উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। মহিলার মৃত্যুর তদন্ত শুরু করার পাশাপাশি এই ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে বলে খবর। এক্ষেত্রে মৃতদেহটি পোস্টমর্টেম-এর জন্য পাঠানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনার তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Sayan Das

সম্পর্কিত খবর