চুরি করে স্বামী, সালিশি সভা ডেকে তিন তালাক দিলেন স্ত্রী

চুরি করে বেড়াতো স্বামী! আর সেই কারণেই বিরক্ত হয়ে স্বামীকে তালাক দিলেন স্ত্রী। বাংলাদেশের বরগুনা জেলার বড়ইতলী নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মাসুমা বেগম নামের মহিলাটির অতীতেও বিয়ে হয়। কিন্তু 22 বছর আগে প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এরপর 2007 সালে বরগুনা জেলার ফোরকানের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর উপজেলার বথিপাড়া সরকারি আশ্রয়ে তারা সংসার শুরু করে। কিন্তু বিয়ের পর সমস্যা দেখা দেয় যখন ফোরকান কোনোরকম কাজকর্ম করতে অনিচ্ছা প্রকাশ করে। পরিস্থিতি আরো জটিল হয় যখন সে বিভিন্ন স্থানে চুরি করা শুরু করে।

ফলে, এই নিয়ে নানান সময়ে তাদের মধ্যে ঝামেলা লেগে থাকতো। এর মাঝে ফোরকান মসজিদ থেকে সৌরবিদ্যুতের তিনটি ব্যাটারি চুরি করে সেগুলি প্লাস্টিকের বস্তায় করে বিক্রি করার জন্য রওনা দেয়। কিন্তু ছোটবগী খেয়াঘাট এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে নেয়।

চুরি কাণ্ডে ধরা পরার পর মাসুমা বেগম আরো চটে যায় এবং বথিপাড়া আশ্রয়ে মীমাংসার জন্য যখন বৈঠক বসানো হয় তখন সেখানে ফোরকানের সঙ্গে সংসার ভাঙার সিদ্ধান্ত নেয় সে। এরপর স্থানীয় ব্যক্তি এবং সদস্যদের হাজিরাতে সালিশি সভায় সকল রীতি মেনে ফোরকানকে তালাক দেয় স্ত্রী মাসুমা বেগম। চুরিকাণ্ডে সে ছাড় পেলেও বিয়ে শেষপর্যন্ত টেকেনি তার।

স্ত্রী মাসুমা বেগম জানায়, মসজিদের মতো জায়গা থেকে যে চুরি করতে পারে, তার সাথে ঘর করা সম্ভব নয়। তাই সে তালাকের সিদ্ধান্ত নেয়।


Sayan Das

সম্পর্কিত খবর