বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারি মাস মানে প্রেমের দিবস । ১৮ বছর বছর হোক বা ৮০ বছর প্রত্যেকেই তার ভালোবাসার মানুষের জন্য ১৪ ই ফেব্রুয়ারি দিনটি বিশেষভাবে পালন করে থাকেন। কিন্তু ১৪ ই ফেব্রুয়ারি আসার আগেই বিয়ের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত রূপশ্রীর আবেদনপত্র দিতে এসে ‘উধাও’ হয়ে গেল পাত্রী।
বিয়ের আয়োজন প্রায় সারা। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ থেকে বিয়ের বাজার , প্যান্ডেল বায়না, সবই হয়ে গিয়েছে। তারি মধ্যে এমন ঘটনা ঘটানোর জন্য মাথায় হাত মেয়ের বাড়ির লোকজনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। শুক্রবার বিকেলে এমনই ঘটনায় শোরগোল পড়ে যায় ভাতার বিডিও অফিস চত্বরে।
আরোও পড়ুন : বাচ্চাদের গালাগালি শেখাচ্ছেন নুসরত? তৃণমূল সাংসদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! তোপের মুখে নায়িকা
উল্লেখ্য, হাতে মাত্র দিন দশেক। বিয়ের অনুষ্ঠানে সরকারি সহায়তার জন্য রূপশ্রী প্রকল্পের অনুদানের আবেদন করতে ভাগ্নিকে নিয়ে বিডিও অফিসে গিয়েছিলেন মামা। যেহেতু আবেদন করার সময় আবেদনকারীকেও সশরীরে হাজির থাকতে হয় বিডিও অফিসে সেজন্যে পাত্রী ও গিয়েছিলেন বিডিও অফিসে। আর সেখানে গিয়েই ঘটে যায় এই বিপত্তি।
আরোও পড়ুন : জ্যোতি বসুর হাতে উদ্বোধন! সেই বাড়িই এখন বিয়ে, জন্মদিনে ভাড়া দিচ্ছে সিপিআইএমের শিক্ষক সংগঠন
পাত্রীর মামা জানিয়েছেন , ‘‘যখন আবেদনপত্র পূরণের কাজ চলছিল । হঠাৎ ওর ব্যাগটা আমাকে ধরতে দিয়ে ভাগ্নি বলল, ‘মামা, ব্যাগটা ধরো, আমি টয়লেট থেকে ঘুরে আসি।’ এই বলে সেই যে গেল তারপর আর খুঁজে পাচ্ছি না।’’ হাজার খোঁজাখুঁজির পরেও কোথাও পাত্রীর খোঁজ না পেয়ে পরিবারের লোকজন শেষমেশ ভাতার থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে ।
অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ় পরীক্ষা করতে বসলেও পুলিশ কোন হদিস পায় না পাত্রীর।পরিবারের সন্দেহ, একটি ছেলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল তার সাথেই পালিয়ে গিয়েছেন তাদের মেয়ে। ওই মর্মে পাত্রীর বাড়ি থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।