৭৪ বছরের বৃদ্ধা জন্ম দিলেন যমজ কন্যা সন্তান।

Published On:

 

 

বাংলা হান্ট ডেস্ক: ৭৪ বছর বয়সে সিজারের মাধ্যমে যমজ কন্যাসন্তানের জন্ম দিলেন অন্ধ্রপ্রদেশের গুন্তুরের বাসিন্দা এরামত্তি মনগম্মা। মা হওয়ার ক্ষেত্রে বয়স যে কোনও বাঁধা নয় তা প্রমাণ করলেন এই মহিলা।যে বয়সে অন্য সব প্রৌঢ়া শারীরিক, মানসিক ভাবে ভেঙে পরে সেই বয়সে তিনি পৃথিবীতে আনেন নতুন দুটি প্রাণ।১৯৬২ সালে এরামত্তি ও তাঁর স্বামী রাজা রাওয়ের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর বহু চেষ্টা করেও সন্তানের জন্ম দিতে পারেনি এই দম্পতি।তবে এবার ইচ্ছাপূরণ হলো। এর পেছনে দম্পতির মানসিক জোরের পাশাপাশি রয়েছে চিকিত্সা বিজ্ঞানের কৃতিত্বও। ইন ভিট্রো ফার্টিলাইজেশন(IVF) পদ্ধতিতে মা হয়েছেন এরামত্তি। শারীরিকভাবে এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি ও তার সন্ততি রা।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে পাঞ্জাবের অমৃতসরে ৭২ বছর বয়সে মা হয়েছিলেন দলজিন্দর কউর এবং এখনও পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে মা হওয়া মহিলা। এবার সেই রেকর্ডের ভাঙলেন হলেন ৭৪ বছরের এরামত্তি মনগম্মা।

 

X