মামলা লড়তে আসা চিদম্বরমকে ‘তৃণমূলের দালাল” বলে হাইকোর্টে তাড়া মহিলা আইনজীবীর

বাংলা হান্ট ডেস্কঃ একাধারে তিনি রাজনীতিবিদ, আবারও পেশাগত দিক থেকে আইনজীবী। দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পদও সামলেছেন। হ্যাঁ, আমরা অর্থনীতিবিদ পি চিদম্বরমের কথাই বলছি। একদা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এদিন কলকাতা হাইকোর্টে এমন এক বিরল ঘটনা ঘটলো, যার দরুন গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো বিতর্ক। গায়ের কোট খুলে নেওয়ার পাশাপাশি পি চিদম্বরমের দিকে এদিন তাড়া করতে দেখা গেলো এক মহিলা আইনজীবীকে। তবে এর পিছনে কারণ কি?

সূত্রের খবর, এদিন মেট্রো ডেয়ারি মামলায় তৃণমূল কংগ্রেসের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করতে পৌঁছন চিদম্বরম। মেট্রো ডেয়ারি ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস দল আর তাদের হয়ে এদিন মামলা লড়তে কলকাতা হাইকোর্ট আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে যে, এরপরেই আদালতের বাইরে তাঁকে তাড়া করে বসেন এক মহিলা আইনজীবী।

তৃণমূল কংগ্রেস দলের হয়ে সওয়াল করার জন্য এদিন একদা কংগ্রেস নেতা চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বর্তমান কংগ্রেসের একাধিক আইনজীবীরা। এমনকি, কলকাতা হাইকোর্টে অধীর চৌধুরীর হয়ে মামলা লড়া আইনজীবী কৌস্তভ বাগচী তাঁকে ‘তৃণমূলের দালাল’ বলেও কটাক্ষ করেন। এ পর্যন্ত অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তবে এর পরে তাঁর সঙ্গে এমন এক ঘটনা ঘটে যাবে, তা ঘুণাক্ষরেও টের পাননি পি চিদম্বরম।

আচমকাই চিদম্বরমের দিকে তেড়ে যান সুমিত্রা নিয়োগী নামের এক মহিলা আইনজীবী। জানা গিয়েছে, প্রথমে গায়ের কোট খুলে নেওয়া হয় এবং তারপর তা নিয়েই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দিকে তেড়ে যান ওই মহিলাটি। ঘটনায় প্রথমে স্বভাবতই হতভম্ব হয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন চিদম্বরম। তবে প্রাক্তন ও বর্তমান কংগ্রেসের এই দ্বন্দ্বে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গেছে।


Sayan Das

সম্পর্কিত খবর