স্বামীর সাথে সম্পর্ক ভাঙায়, ৬০ বছরের শ্বশুরকে বিয়ে করল স্ত্রী! বললেন- শ্বশুরের মন এখনও ইয়ং…

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ স্বামীর থেকে ডিভোর্স নিয়ে সৎ শ্বশুরকে বিয়ে করল স্ত্রী। তাও আবার দুজনের বয়সের ফারাক ২৯ বছর। অবাক হচ্ছেন! বাস্তবে এমনই একটি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি শহরে। মহিলার বয়স ৩১ বছর, নাম এরিকা। তাঁর বর্তমান স্বামী জেফ, সম্পর্কে তাঁর প্রাক্তন স্বামী জাস্টিনের সৎ বাবা। তাঁর বয়স ৬০ বছর। এমনকি এরিকার প্রাক্তন স্বামীও আবার বিয়ে করেছেন এবং তাঁরা একই এলাকায় বন্ধুর মতই থাকেন।

মহিলা জানান, ১৯ বছর বয়সে তাঁর সঙ্গে জাস্টিন তোলে নামে এক ব্যক্তির বিবাহ হয়। যিনি স্থানীয় কারখানায় কাজ করতেন। তাদের একটি সন্তানও হয়। কিন্তু দুজনের মধ্যে বনিবনা না হওয়ার দরুণ প্রায়শই তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। এই ভাবে চলতে চলতে ২০১১ সালের তাদের দুজনের সম্পর্ক ভেঙে যায়।

স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়ার পর হৃদয় ভগ্না এরিকার পাশে দাঁড়ান তাঁর স্বামীর সৎ বাবা জেফ। জাস্টিনের বোনের মাধ্যমে জেফের সঙ্গে আলাপ হয় এরিকার। তাঁর দুঃসময়ে জেফকে পাশে পেয়ে তাঁকে আকড়ে ধরেন এরিকা। অন্যদিকে জেফও এরিকার মধ্যে তাঁর প্রথম স্ত্রীর ছায়া দেখতে পান।

এইভাবে চলতে চলতে ২০১৭ সালে জাস্টিনের সঙ্গে সম্পূর্ণভাবে বিবাহ বিচ্ছেন সম্পন্ন হওয়ার পর জেফের সঙ্গে বিবাহ বন্ধনে আবব্ধ হন এরিকা। ২০১৮ সালে তিনি একটি কন্যা সন্তানও জন্ম দেন। অন্যদিকে প্রথম স্ত্রীর থেকে ডিভোর্স পেয়ে আবারও দ্বিতীয় বিয়ে করেন জাস্টিন।

এবিষয়ে জেফ জানান, তিনি এরিকার মধ্যেই তাঁর প্রথম স্ত্রীর ছায়া দেখতে পান। সেইকারণে তাদের বয়সের এই ফারাক কোন বাঁধা তৈরি করতে পারেনি। তাঁরা সুখেই প্রেমের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। অপরদিকে, নতুন জীবনে সুখে সংসারও করছেন জাস্টিন। তবে তাদের প্রথম সন্তানের বিষয়ে জাস্টিন এবং এরিকার মধ্যে কথোপকথন জারি রয়েছে।

সম্পর্কিত খবর

X