ছত্তিসগড়ে সেনার এনকাউন্টারে নিকেশ মহিলা মাওবাদী, ২ লক্ষ টাকা দাম ছিল তাঁর মাথার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মাওবাদী দমনে ফের সফলতা অর্জন করল সেনা। ছত্তিসগড়ের দান্তেওয়াড়াতে এনকাউন্টারে এক মহিলা মাওবাদীকে নিকেশ করেছে সেনা। নিহত মহিলা মাওবাদীর মাথার দাম ছিল দুই লক্ষ টাকা। সোমবার পুলিশের এক আধিকারিক জানান, সাতসকালে মাওবাদী দমন অভিযানে বেরিয়েছিল সেনা। সকাল সাড়ে ছয়টা নাগাদ গীদাম থানা এলাকার গুমালনার কাছে মাওবাদীরা সেনার উপর অতর্কিত হামলা চালায়।

মাওবাদীদের হামলার মোক্ষম জবাব দেয় সেনা। সেনার পাল্টা গুলিতে মাওবাদীরা পালিয়ে গেলেও, একজন সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। এনকাউন্টার শেষ হতেই নিহত মাওবাদীর দেহ উদ্ধার করে সেনা। নিহত মাওবাদীর নাম পেক্কো (২৪) বলে জানানো হয় পুলিশের তরফ থেকে। পেক্কো বিজাপুর জেলার ভৈরামগড় এলাকার বাসিন্দা। পিপলস লিবারেশন গেরিলা আর্মির সদস্য ছিল পেক্কো।

ঘটনাস্থল থেকে পেক্কোর দেহ ছাড়া দুটি স্বদেশি পিস্তল ওষুধপত্র, দু’কেজি বিস্ফোরক এবং দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করে সেনা।

সম্পর্কিত খবর

X