নেতাজির মূর্তিতে মাল্যদান করে পুজো, খোল-করতাল বাজাল কচিকাঁচারা! আবেগে ভরা ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্ক: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম সাহসী নায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার জন্য লড়াই চালিয়ে যান এই মহামানব। এমতাবস্থায়, সোমবার অর্থাৎ ২৩ জানুয়ারি দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে নেতাজির ১২৬ তম জন্মদিন। পাশাপাশি, এই দিনটিকে ঘিরে দেশের প্রতিটি প্রান্তে পরিলক্ষিত হচ্ছে তুমুল উৎসাহ ও আগ্রহ।

এছাড়াও, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতেও আজ নেতাজি সংক্রান্ত হাজার হাজার পোস্ট এবং ভিডিও ভাইরাল হচ্ছে। পাশাপাশি, সুভাষচন্দ্র বসুর দুষ্প্রাপ্য সব ছবি এবং ভিডিওগুলিও সামনে আসছে এইভাবে। তবে, বর্তমান প্রতিবেদনে আমরা যে ভিডিওটির প্রসঙ্গ উপস্থাপিত করব সেটিতে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর লড়াকু মানসিকতাকে কুর্ণিশ জানানোর এক অপরূপ দৃশ্য ফুটে উঠেছে। যা দেখে আবেগাপ্লুত হয়েছেন নেটিজেনরাও।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে আমরা সকলেই প্রায় নেটমাধ্যমে সময় কাটাতে ভালোবাসি। পাশাপাশি, সেখানে ভাইরাল হওয়া ভিডিও এবং ছবিগুলিকে প্রত্যক্ষ করেও মনোরঞ্জন করেন নেটিজেনরা। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা সরাসরি পৌঁছে যায় মনের মণিকোঠায়। আর সেই কারণেই ওই ভিডিওগুলি তুমুল ভাইরাল হতে থাকে।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে: সম্প্রতি প্রকাশ্যে আসা ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন মহিলা গভীর শ্রদ্ধায় নেতাজির মর্মর মূর্তির সামনে আরতি ও পুজো করছেন। পাশাপাশি, ওই মূর্তিতে মাল্যদানও করা হয়েছে। অর্থাৎ, নেতাজিকে বসানো হয়েছে দেবতার স্থানেই। শুধু তাই নয়, ভিডিওটিতে একঝাঁক কচিকাঁচাকে ওই আরতি চলাকালীন খোল-করতালও বাজাতে দেখা যায়। পাশাপাশি তারা হাতজোড় করে প্রণাম করতে থাকে নেতাজির ওই মূর্তিকে।

এদিকে, এই অপরূপ দৃশ্যই সামনে এসেছে এবার। যেটি প্রত্যক্ষ করার জন্য ভিড় বাড়াচ্ছেন নেটিজেনরা। পাশাপাশি, ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “ভগবানের জন্মদিন এইভাবেই পালিত হয়।” অর্থাৎ, দেশবাসীর কাছে নেতাজি রীতিমতো ভগবানতুল্য হয়ে উঠেছেন। শুধু তাই নয়, দেশের প্রতি তাঁর নিষ্ঠা এবং ত্যাগ স্বীকার ও ব্রিটিশ শাসনমুক্ত ভারতের জন্য তাঁর লড়াই প্রত্যেক ভারতবাসীর কাছে তাঁকে করে তুলেছে অনন্য। আর সেইকারণেই এই ভিডিওটি প্রত্যক্ষ করে আবেগে ভাসছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর