অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার সন্দেহ, স্বামীর পুরুষাঙ্গে গরম জল ঢেলে শাস্তি দিলেন স্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে প্রায় প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা সামনে আসে। পৃথিবীর অন্যান্য সভ্য দেশের তুলনায় আমাদের দেশে মেয়েদের উপর অত্যাচার, যৌন নিগ্রহ, বধূ নিপীড়নের ঘটনা অপেক্ষাকৃত অনেকটাই বেশি। কিন্তু বর্তমান সময়ে নারীর হাতে পুরুষের অত্যাচারের ঘটনাও ক্রমবর্ধমান।

স্ত্রীর সন্দেহ স্বামী অন্য কোন মেয়ের সাথে পরকীয়া জড়িত। সেই সন্দেহের বসে স্বামীর গোপনাঙ্গে ঢেলে দিলেন ফুটন্ত গরম জল! এমনই এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে তামিলনাড়ু থেকে। আহত পুরুষটিকে হাসপাতালে ভর্তি করলে জানানো হয়েছে তার পুরুষাঙ্গের প্রায় ৫০ শতাংশই দগ্ধ হয়ে গেছে।

তামিলনাড়ুর পুদুপুত্তুর এর বাসিন্দা ৩২ বছরের থঙ্গরাজের সাথে ২৯ বছরের প্রিয়ার বিয়ে হয় প্রায় সাত বছর আগে। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তানও আছে।থঙ্গরাজ তামিলনাড়ুর একটি মোবাইল যন্ত্রাংশ তৈরীর কারখানায় সুপারভাইজারের কাজে নিযুক্ত। তার স্ত্রীর প্রিয়ার দীর্ঘদিনের সন্দেহ যে তার স্বামী অফিসেরই অন্য একটি মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। সেই সন্দেহ থেকে শুরু হয় বচসার। যতদিন এগোতে থাকি ততই সেই বচসা বৃদ্ধি পেতে থাকে। গত মঙ্গলবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়। এরপর স্বামী শুতে চলে গেলে স্ত্রী গরম জল এনে স্বামীর পুরুষাঙ্গে ঢেলে দেয়। প্রবল চিৎকার শুরু করেন থঙ্গরাজ। সেই চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ওয়ালাজাপেট হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন হতভাগ্য স্বামী।

পাশাপাশি এই ঘটনায় স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (প্রকাশ্যে অশ্লীল কাজ বা বাক্যপ্রয়োগ), ৩২৪ (স্বেচ্ছায় আঘাত করা) ও ৫০৬ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো) মামলা রুজু করে প্রিয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X