আজ ধোনির শেষ ম্যাচ! বৃষ্টির মধ্যে এমন মন্তব্য করায় পুলিশকর্মীকে বেদম পেটালেন মহিলা ভক্ত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে আইপিএল ফাইনাল দেখতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন দর্শকরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময় গড়িয়ে যাওয়ার অনেক পরেও টস আরম্ভ করা যায়নি। ২০ ওভারের খেলা যে হবে না সেটা সকলের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছে এবং রাত্রি ১২.০৫ নাগাদও যদি খেলা আরম্ভ না করা যায় তবে গোটা ম্যাচটি আগামীকাল আয়োজিত হবে।

বৃষ্টির মধ্যে আজ যথেষ্ট হেনস্থা হতে হয়েছে সমর্থকদের। রাত্রে নটা নাগাদ একবার বৃষ্টি কমে গেলেও ম্যাচ শুরু করা যায়নি। কারণ মাঠ থেকে কভার সরানোর পরেই ফের একবার বৃষ্টি আরম্ভ হয় এবং ম্যাচের ভবিষ্যৎ ঝুলে থাকে। সেই সময় একটি মজার ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে এক নারী গ্যালারিতে হতাশ হবে বসে রয়েছেন। তার পাশে বসে রয়েছেন এক পুলিশ কর্মী। আচমকাই সেই পুলিশকর্মীকে ধরে পেটাতে থাকেন ওই মহিলা।

ওই মহিলার আক্রমণে পুলিশকর্মীটি দুবার মাটিতে পড়ে যান। কিন্তু উঠে এগিয়ে আসার পরেই আবার তাকে মার খেতে হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সকলের চমকে গিয়েছেন। শেষ পর্যন্ত ওই তরুণ পুলিশকর্মীটি যেন একপ্রকার পালিয়েই বেঁচেছেন।

অনেকেই মজা করে বলছেন যে বৃষ্টির মধ্যে হয়তো পুলিশ কর্মী মজা করে বলে ফেলেছিলেন যে ভুলবেন না এটি হয়তো ধোনির শেষ আইপিএল ম্যাচ। সেই জন্যই হয়তো আচমকা মেজাজ হারিয়েছিলেন ওই তরুণী। আহমেদাবাদে ম্যাচটি আয়োজিত হলেও ধোনির চেন্নাই সুপার কিংসের সমর্থনের অভাব ছিল না। তবে তরুণী একজন পুলিশকর্মের সঙ্গে কেন এমন আচরণ করেছেন সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর