Tamluk News: মেয়ের বিয়ের গয়না, টাকা নিয়ে প্রেমিকের সাথে পালাল তমলুকের বধূ! পুলিশের দ্বারস্থ স্বামী

বাংলাহান্ট ডেস্ক : প্রেমের বাঁধনে জড়ালে ফিকে হয়ে যায় এ দুনিয়া। স্বামী সন্তান সংসার সবকিছুই ক্ষুদ্র লাগে। এই কথাই প্রমাণ করলেন তমলুকের এক গৃহবধূ। স্বামী সংসার ত্যাগ করে মেয়ের বিয়ের গয়না নিয়ে প্রেমিকের সাথে চম্পট দিলেন মা। পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী।

ঘটনাটি ঘটেছে তমলুক থানার সনাতনচক এলাকায়। বধূর স্বামী কিছুদিন আগে একটি হোটেল খোলেন তমলুক শ্রীরামপুর রোডে। স্বামী ও স্ত্রী মিলে চালাতেন হোটেল। বাইরের কিছু কাজের জন্য মাঝে মাঝে বের হতে হতো স্বামীকে। সেই সময় হোটেলে একাই থাকতেন স্ত্রী। সূত্রের খবর, সেই সুযোগই হোটেলে যাতায়াত করতে শুরু করেন একজন পুরুষ। তারও স্ত্রী সন্তান রয়েছে। এরপর ধীরে ধীরে মহিলাটির সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয় পুরুষটির। বাড়ছে থাকে ঘনিষ্ঠতা।

এই বিষয়টি খুব তাড়াতাড়ি জানাজানি হয়ে যায় মহিলাটির পরিবারে। পরিবার সূত্রের খবর, দিনের বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকতেন তিনি। যা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। সম্প্রতি একদিন মহিলাটির মোবাইলটি খারাপ হয়ে যায়। এরপর গত ১০ই জুলাই হঠাৎই উধাও হয়ে যান সেই মহিলা। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তিনি নিয়ে যান তার মেয়ের বিয়ের জন্য গড়িয়ে রাখা গয়না। এছাড়াও সাথে নিয়ে যান বাড়ির দুটি লক্ষী ভান্ডার ও বেশ কিছু নগদ টাকা।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তমলুক থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী। বধূটির ভাসুর জানিয়েছেন,”ভাইয়ের স্ত্রীর স্বভাব চরিত্র ভালো না। এর আগেও সে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। তা নিয়েও বিস্তার ঝামেলা হয়। এখন সন্তানেরা বড় হয়েছে, ভাই এই ঘটনায় খুবই ভেঙে পড়েছে।” এছাড়াও তিনি জানিয়েছেন তার ভাইয়ের বউয়ের কাছে অন্যের দেড় লক্ষ টাকা জমা ছিল, সেটা নিয়েও সে চম্পট দিয়েছে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে এলাকায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর