টাকে লাগলে শান্তি পেতাম! বললেন পার্থকে লক্ষ্য করে জুতো ছোঁড়া মহিলা

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকেই। বর্তমানে এ সকল ঘটনার দরুণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়ে চলেছে। আর এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইএসআই হাসপাতাল চত্বরে।

এদিন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়ে বসলেন এক মহিলা। ইএসআই হাসপাতাল চত্বরে এ ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে সেই জুতোটি পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িতে লাগলে আক্ষেপও প্রকাশ করেন ওই মহিলা। তাঁর দাবি, “ওর মাথায় জুতোটা লাগলে শাস্তি পেতাম।”

এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই ক্রমশ প্রতিবাদে নেমেছে মানুষ। বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যের মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি, উড়িষ্যায় হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেই সময় তাঁকে কটু ভাষায় আক্রমণ করে বসে এক ব্যক্তি আর এবার প্রাক্তন তৃণমূল মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারলেন শুভ্রা ঘড়ুই নামে এক মহিলা। আমতলার বাসিন্দা ওই মহিলাকে ধরা হলে তিনি জানান, “জুতোটা যদি ওর মাথায় লাগতো, তাহলে শাস্তি পেতাম।” কিন্তু আচমকা তাঁর এহেন কর্মকাণ্ডের কারণ কি?

উল্লেখ্য, এদিন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে শারীরিক পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন ওই মহিলা। পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় যখন গাড়িতে বসে রওনা দিতে যান, সেই মুহূর্তে আচমকাই জুতো খুলে মারেন শুভ্রা। তবে সেই সময় জুতোটি গাড়িতে লেগে পড়ে যায়। পরবর্তীতে ওই মহিলা জানান, “ওদের কোটি কোটি টাকা রয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক ফ্ল্যাট রয়েছে। একাধিক দুর্নীতি করে বসে আছে, তা সত্ত্বেও আবার বড় গাড়ি নিয়ে আসছে আর হাসপাতালে শারীরিক পরীক্ষা করে চলে যাচ্ছে। এতে আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।”

তিনি আরো জানান, “কোটি কোটি টাকা চুরি করে আবার ফুর্তি করতে আসছে। এতে আমাদের অসুবিধা হচ্ছে। সেই কারণেই আমি জুতো ছুড়েছি। তবে যদি জুতোটা ওর মাথায় লাগতো, তবে শাস্তি পেতাম।” এই ঘটনায় অবশ্যই এখনো পর্যন্ত ইডি কিংবা কোন দলের তরফ থেকে প্রতিক্রিয়া মেলেনি।


Sayan Das

সম্পর্কিত খবর