“আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত, সারাজীবন …” লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ষাটোর্ধ্ব মহিলাদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার তিনদিনের জঙ্গলমহল সফরে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মেদিনীপুরে (Medinipur) প্রশাসনিক সভা করলেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে রাজ্যের মহিলাদের বড় আশ্বাস দিলেন নেত্রী। ভরা সভায় দাঁড়িয়ে ষাটোর্ধ্ব মহিলাদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত। সারা জীবন হাতখরচা পাবেন।”

প্রসঙ্গত, গতকাল ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করেছে রাজ্য সরকার। সেই বাজেট অনুযায়ী ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা আরও বেশি পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি ষাটোর্ধ্ব মহিলারাদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রতি মাসে তাদের ১০০০ টাকা করে দেওযার কথাও ঘোষণা করে রাজ্য সরকার। সেই প্রসঙ্গ তুলেই আজ মেদিনীপুর সভা থেকে প্রকল্পের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে একটি এই লক্ষ্মীর ভাণ্ডার। যার আওতায় প্ৰতি মাসে তফসিলি জাতি-উপজাতির মহিলারা মাসিক ১০০০ টাকা ও সাধারণ মহিলারা ৫০০ টাকা করে ভাতা পান। তবে এতদিন এই ভাতা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। এবার এই প্রকল্পের আওতায় ষাটোর্ধ্ব মহিলাদেরও নিয়ে এলেন মমতাময়ী মমতা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত। সারা জীবন অন্তত হাতখরচটা পাবেন। খাওয়ার কথা ভাবতে হবে না। আপনাদের জন্য ফ্রি রেশন আছে, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আমাদের একাধিক প্রকল্প আছে। বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী আছে। সুতরাং, আর ভাবনা নেই। মা, বোনেরা, আপনারা সরকারি সাহায্যটা আজীবন পাবেন।”

mamata

তবে এদিনও চিরাচরিত ধারা বজায় রেখে কেন্দ্রের উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ তুলে নেত্রী বলেন, ”কেন্দ্র টাকা না দিলে এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব নয়। রাজ্য থেকে খালি টাকা তুলে নিয়ে যাচ্ছে আর রাজ্যবাসীকে বঞ্চিত করছে। এত নতুন প্রকল্প হচ্ছে, বাড়তি টাকা কীভাবে আসবে, কেউ ভাবছে না। আমরা আমাদের সীমিত সাধ্য দিয়েই আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর