মসজিদে এবার নামাজ পড়তে পারেন মহিলারাও

বাংলা হান্ট ডেস্ক : সচেতনতার অভাব শুধুমাত্র পিছিয়ে মহিলারা। দিনরাত অক্লান্ত পরিশ্রমে দিন গুজরান করেন এখানকার সংখ্যালঘু মহিলা। রমজান মাসেও সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকেন তারা।তার মধ্যে যেটুকু সময় পান ঘরেই পড়ে নিতেন নামাজ।
0fde5 img 20190602 wa0002
এতদিন মসজিদে যাওয়া নিয়ে ছিল নানারকমের বিধিনিষেধ কিন্তু এ বার মসজিদেই তারাবির নামাজ পড়তে পারবেন মহিলারা, সিদ্ধান্ত নিয়েছে জামে মসজিদ কমিটি।

কলকাতার দু’টি মসজিদ কর্তৃপক্ষ কিছুদিন আগে মহিলাদের মসজিদে নমাজ পড়া অনুমোদন করেছেন। স্থানীয় মহিলারা খুশি এই জনপদেও।তবে এই সিদ্ধান্তকে ফলপ্রসূ করেছে মহিলাদের লড়াকু মানসিকতা ও অদম্য জেদ। কার্যতই এ সিদ্ধান্তে খুশি বাড়ির মেয়ে মহল। জানা যাচ্ছে ধীরে ধীরে মসজিদে নামাজ পড়তে আসা মহিলার সংখ্যা বাড়ছে।


সম্পর্কিত খবর