বাংলা হান্ট ডেস্ক: রাখিবন্ধন (Raksha Bandhan) হল এমনই একটি উৎসব যা আমাদের রাজ্যের সীমানা পেরিয়ে মহাসমারোহে পালিত হয়ে সমগ্ৰ দেশজুড়ে। প্রতি বছর এই নির্দিষ্ট দিনে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোনেরা। অন্যদিকে, বোনের সুরক্ষার প্রসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় ভাইয়েরা। শুধু তাই নয়, এই উপলক্ষ্যে বোনের হাতে তুলে দেওয়া হয় উপহারও। এমতাবস্থায়, রাখি পূর্ণিমার অনেক আগে থেকেই বিভিন্ন ধরণের রাখির পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
যুগের সাথে তাল মিলিয়ে সেইসব রাখিতে মেলে অভিনবত্বের ছোঁয়াও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এক অনন্য রাখির প্রসঙ্গ আপনাদের কাছে উপস্থাপিত করব। যেটি তৈরি করা হয়েছে গোবর দিয়ে। হ্যাঁ, শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, মহিলাদের হাত ধরেই তৈরি হচ্ছে এই রাখিগুলি। যেগুলির চাহিদা পরিলক্ষিত হচ্ছে বিদেশেও।
গোবর দিয়ে তৈরি অভিনব রাখি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গুজরাটের জুনাগড় জেলায়, কিছু মহিলা গোবর ব্যবহার করে বাড়িতেই সুন্দর সুন্দর রাখি তৈরির কাজ করছেন। এমনকি, বিদেশেও তাঁদের তৈরি করা এই রাখির চাহিদা দ্রুতহারে বাড়ছে। গোবর দিয়ে তৈরি এই রাখিগুলি শুধু দেখতেই সুন্দর নয়, পাশাপাশি, এগুলি সাধারণ রাখির চেয়েও বেশি দিন স্থায়ী হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারির আগে জুনাগড়ের কয়লি গ্রামের একদল মহিলা প্রায় ৫০০ রাখি বানাতেন। এমতাবস্থায়, করোনার পর এই রাখির চাহিদা দ্রুতহারে বাড়তে শুরু করেছে। এই বছর ওই মহিলারা প্রায় ২০ হাজার রাখি তৈরি করেছেন। যার মধ্যে সবচেয়ে বেশি অর্ডার এসেছে বিদেশ থেকে। মূলত, গোবরের রাখি তৈরি করতে গোমূত্র ও হলুদের মিশ্রণ ব্যবহার করা হয়। যা রাখির সুগন্ধ ও গুণমানকে উন্নত করে। এছাড়া, গোবর দিয়ে তৈরি রাখি যেমন পরিবেশের কোনো ক্ষতি করেনা, তেমনি ব্যবহারকারীর স্বাস্থ্যও ভালো রাখে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর কাছেও এই রাখি বিক্রি হয়েছে: গোবর দিয়ে তৈরি এই রাখিগুলিকে এক অনন্য ডিজাইন প্রদান করা হয়। যা অন্যান্য রাখিদের চেয়ে এগুলিকে বেশি সুন্দর করে তুলেছে। উল্লেখ্য যে, গুজরাটের গান্ধীনগরে অবস্থিত একটি স্কুল থেকে গোবরের রাখির জন্য বিশেষ অর্ডার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মহিলারা গোবর দিয়ে তৈরি এই রাখি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। জানা গিয়েছে, রাখি তৈরির জন্য ওই মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে সমর্থন পান। পাশাপাশি, তাঁরা একটি দলও গঠন করেছেন। এই দলটি রাখি এবং গোবর থেকে তৈরি অন্যান্য পণ্য তৈরি করে এবং সেগুলির প্রদর্শনীও করা হয়।
আমেরিকা থেকে এসেছে ৭ হাজার রাখির অর্ডার: জানা গিয়েছে, এই প্রদর্শনীতে আমেরিকার কিছু পর্যটক গোবর দিয়ে তৈরি রাখিগুলিকে দেখেছিলেন, যা তাঁদের খুব পছন্দ হয়েছিল। এরপর আমেরিকার একটি এনজিও ৭ হাজার রাখির অর্ডার দিয়েছে। যার দাম প্রায় ৮৯৩ ডলার। জানিয়ে রাখি যে, গোবর দিয়ে তৈরি এই রাখিগুলির কাজ প্রায় তিন মাস যাবৎ চলে। যার মধ্যে প্রতিটি মহিলা প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা বেতন পান। এমতাবস্থায়, ওই মহিলারা আশা করছেন যে, গোবর দিয়ে তৈরি রাখির চাহিদা বাড়তে থাকলে সারা বছরই তাঁরা এই কাজ করতে পারবেন।