বাংলাহান্ট ডেস্ক: শিশু পাচারকারী সন্দেহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ওই মহিলার ব্যাগ থেকে সদ্যোজাত শিশুকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে ওই মহিলা শিশুটির বোর্ডিং পাস দেখতে পারেনি। তবে ওই মহিলা শিশুটির মায়ের অনাপত্তি পত্র দেখান। যদিও সেখানে তার মায়ের স্বাক্ষর ছিল না। পুলিশের ধারণা ও মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।
ফিলিপাইন ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছেন, ওই মহিলার বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ প্রমাণিত হলে ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ওই মহিলা ম্যানিলা থেকে উড়োজাহাজে উঠার আগে শিশু পাচার অভিযোগে আটক হন।
ঐ শিশুটির মা বাবার বিরুদ্ধে শিশু নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বর্তমানে শিশুটিকে সমাজসেবা কার্যালয়ে রাখা হয়েছে।