সন্তান জন্ম দেওয়ার পরই বেশি কামুক হয় মহিলারা,বলছে গবেষণা!

 

বাংলা hunt ডেস্ক : একটি সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই মহিলাদের চেহারার মধ্যে আসে আমূল পরিবর্তন। তাঁরা মোটা হতে শুরু করে, চুল কমে যায়।

অথচ গবেষণা বলছে, একটি সন্তান জন্মানোর পরই দাম্পত্য জীবনে কামোচ্ছাস বেড়ে যায়।এদিকে অধিকাংশ দম্পতির মধ্যে এই ধারণা আছে আছে একটি বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গেই যৌনচ্ছাস একেবারেই কমে যায়। যৌনসঙ্গম একেবাড়ে হয়না বললেই চলে। কিন্তু ব্রিটেনের একটি সংস্থা লন্ডনে ১,১১৮ জনের উপরে এই গবেষণা করে ভাবনা টিকে একেবারে ভ্রান্ত বলে প্রমান করেন ।

IMG 20191103 WA0059

কারণ গবেষণায় দেখা গেছে ৯৪ শতাংশ দম্পতিরাই জানিয়েছেন যৌনজীবন নিয়ে তাঁরা তৃপ্ত। এমনকি তাঁদের মধ্যে ৬০ শতাংশের মত সন্তান জন্মানোর পরই তাঁদের যৌনউত্তেজনা বেশি হয়েছে।

প্রতিটা ক্ষেত্রেই দেখা গিয়েছে পুরুষরা স্বীকার করেছেন, বাচ্চা হওয়ার পরই মহিলাদের শরীর পুরুষদের বেশি আকৃষ্ট করে । তাই আপনি যদি দীর্ঘ কয়েক বছর প্রেম করার পর বিয়ে করেন তবে তাড়াতাড়ি বাচ্চা নিতেই পারেন ।

যৌনসঙ্গমের পুরো মজা নেওয়ার জন্য আপনাকে ৪-৫ বছর অপেক্ষা করতে হবেনা । কারণ বাচ্চা হওয়ার পর আপনার প্রতি আপনার স্বামীর ভালোবাসা আরো বাড়ে সেই সঙ্গে যৌনতৃষ্ণা ও।


সম্পর্কিত খবর