বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই দিকে লক্ষ্য রেখে জেলা সফরে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেলে মেদিনীপুরে (Medinipur) পৌঁছান মুখ্যমন্ত্রী। জনসংযোগ করে সেখানের সাধারণ মানুষের সাথে কথা-বার্তায় মেতে ওঠেন তৃণমূল সুপ্রিমো। জেলা সফরে গিয়ে মন খুলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেই ভালোবাসেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউস থেকে এদিনের সভাস্থলের দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই পথেই ঘটল বিপত্তি।
যাত্রা পথেই এলআইসি মোড়ের কাছে হঠাৎই এক মহিলা, ‘দিদি-দিদি’ ডাকতে ডাকতে পুলিশের ব্যারিকেড টপকে ছুট লাগালেন মুখ্যমন্ত্রীর কাছে। একেবারে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমোর গাড়ির সামনে। এরপর তৎক্ষণাৎ ব্রেক কষে গাড়ি থামান চালক। তড়িঘড়ি ছুটে আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা।
তারপর? জানা গিয়েছে এদিন গাড়ি থামিয়ে সেই মহিলার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষন কথাবার্তা হয় দুজনের। তবে ঠিক কী বিষয় নিয়ে ওই মহিলা মুখ্যমন্ত্রীর কাছে ছুটে আসেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই প্রথম নয়, জেলা সফরে গিয়ে এর আগেও একাধিকবার নিজের গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন মমতা, এদিনও তার ব্যতিক্রম হল না।
তবে এত নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে সবার চোখে ধুলো দিয়ে ওই মহিলা মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে চলে এলেন, এখানে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তাহলে কী তৃণমূল সুপ্রিমোর নিরাপত্তায় কোনো ফাঁক রয়ে গিয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ।
মহিলার ডাকে গাড়ি থামালেন মুখ্যমন্ত্রী, দাঁড়িয়ে বললেন কথাও pic.twitter.com/hzQ1zC2Vdy
— Bangla Hunt (@BanglaHunt) February 16, 2023
প্রসঙ্গত, মেদিনীপুরে জনসংযোগে এদিন এক সদ্যোজাত শিশুকে দেখে তাকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। এরপর সেই শিশুর মা হঠাৎই মুখ্যমন্ত্রীকে শিশুর নামকরণের আবদার জানান। জনতার আবদার মেনে বাচ্চাটিকে কোলে নিয়েই শখ করে মুখ্যমন্ত্রী তার নাম দেয় সবুজশ্রী।