বাংলা হান্ট ডেস্ক : ভারতের মতো দেশে বধূ নির্যাতন কিংবা মহিলাদের ওপর নির্যাতনের খবর নতুন কিছু নয়।প্রতিদিনই দেশের কোনও না কোনও প্রান্তে বধূ নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। তবে শুধুমাত্র বধূ নির্যাতনের খবর প্রকাশ্যে আসে বলে আমরা আরও একটি দিক কখনোই ভাবি না আর তা হল পুরুষ নির্যাতন। তাই এবার পুরুষ নির্যাতনের প্রতিবাদে আন্দোলনের পথে হাঁটলেন শহরের মহিলারা।
তাই তো পুরুষ বাঁচাতে প্রতিবাদে রবিবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে নিউ টাউনের ডিএলএফ মোড় পর্যন্ত একটি বাইক র্যালি করল অল বেঙ্গল মেন্স ফোরাম। একই সঙ্গে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ফোরাম এর সঙ্গে হাত মিলিয়েছিল। যে ভাবে কর্পোরেট জগতে প্রতিদিন বহু পুরুষকে যৌন নির্যাতনের শিকার হয়ে কাজ হারাতে হচ্ছে তা নিয়ে তাঁদের পরিবার এবং নিজেদের জীবন কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে।
একই সঙ্গে সম্প্রতি এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধের বিরুদ্ধে শ্লীলতাহানি র একটি মামলার ঘটনা পর্যবেক্ষণ করে অল বেঙ্গল মেন্স ফোরামের সভানেত্রী নন্দিনী ভট্টাচার্য জানিয়েছেন প্রকৃত নির্যাতিতার বিচার পাওয়া কার্যত দুষ্কর হয়ে উঠেছে তাই কোনও নারী অপরাধ করলে যখন মিডিয়ায় তাঁকে আড়াল করে রাখা হয় ঠিক পুরুষদের ক্ষেত্রে অপমান প্রমাণিত হওয়ার আগে এমনটা করা হয় না তাই পুরুষদেরও যথেষ্ট সম্মান আছে সংসার আছে জীবন আছে আর এই দাবিতেই আন্দোলনের পথেই হেঁটেছেন তাঁরা।
এ দিনের আন্দোলনে উপস্থিত ছিলেন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ডিসি ট্রাফিক জে মার্সি সহ আরও অনেকেই। 19 নভেম্বর তারিখে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে তার আগেই সোমবার গড়িয়াহাট মোড়ের বুলেভার্ডে পুরুষ দিবস পালন করা হয়েছিল। যেখানে পুরুষদের ফিরেই সমস্যা সমাধান সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। তাই নারীদের সমস্যা সমাধানে যখন পুরুষরা এগিয়ে আসে ঠিক পুরুষদের এই সমস্যা এবং নির্যাতনের জন্য এগিয়ে এসেছে নারী সমাজ।