রাজধানীতে সাইকেলের ওপর উদ্ধার মহিলার ট্রাঙ্কবন্দি মুণ্ডহীন দেহ,বিপাকে তদন্তকারীরা

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : লোহার ট্রাঙ্কে রাখা কম্বলে মোড়া একটি দেহ। মুন্ডহীন মহিলার দেহ ট্রাঙ্কে বেঁধে রাখা এদছিল একটি সাইকেলের ওপর।দেহটি উদ্ধার হল দিল্লিতে মেট্রো স্টেশনে। শনিবার সন্ধ্যায় দিল্লির জাহাঙ্গিরপুরী মেট্রো স্টেশন চত্বর তখন লোকজনের গমগম।

 

পুলিশ জানায় মহিলার পরিচয় জানা যায়নি। খুনের মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমেছ। ধারনা করা হচ্ছে দু-তিন দিন আগে খুন করা হয়েছে মহিলাকে।সন্দেহ করা হচ্ছে পরিচয় গোপন রাখতেই এই মুন্ডুহীন দেহ।দেহে পচন ধরতে শুরু করেছে।

গায়ের চামড়াও কালো হয়ে গিয়েছে।ময়না তদন্তের জন্য মহিলার দেহটি পাঠানো হয়েছে দিল্লির বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে। আজ, রবিবারই ময়না তদন্ত হবে বলে পুলিশ সূত্রের খবর। রাজধানীর রাস্তায় এই ঘটনা কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

সম্পর্কিত খবর

X