লং গাউন পরে মহিলা দিলেন ভল্ট, আর তারপর যা হলো ভিডিও হয়ে গেল টিকটক ভাইরাল!

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।

টিকটক অ্যাপটি এখন প্রায়ই সকলের ফোনেই রয়েছে। এই অ্যাপের জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছে যে তারকারাও রেহাই পাননি তার থেকে। তবে নাচ, গানের ভিডিও ছাড়াও টিকটকে মাঝে মাঝেই নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। বেশ কিছু অদ্ভূত ভিডিও দেখা যায় টিকটকে। আবার এমন বেশ কিছু ভিডিও দেখা যায় যা দেখে হতবাক হয়ে যান নেটিজেনরা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসল এটি বেশ কয়েকটি ভিডিওর মেলবন্ধন। ভিডিওতে দেখা গিয়েছে বিভিন্ন মহিলারা স্টান্ট করছেন, ভল্ট করছেন আবার কখনও একাই কারওর সাহায্য ছাড়াই একটি বড় গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন।

783757e2 9927 4efc b9d4 16cee0f7705f

মহিলারা যে সত্যিই দশভূজা তা এই ভিডিওটি দেখেই স্পষ্ট হয়ে যায়। একা হাতে অনেক বড় বড় কাজ করতে সক্ষম তারা। পুরুষদের থেকে যে কোনও অংশে কম নন মহিলারা তা বারেবারেই প্রমাণ করে দিয়েছেন। এই ভিডিওটিও তারই জ্বলন্ত প্রমাণ।

https://www.facebook.com/AngryQueens/videos/1314195522081654/?t=194

প্রসঙ্গত, এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যে ই বহু মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। প্রতি মুহূর্তে বাড়ছে ভিউ।

Niranjana Nag

সম্পর্কিত খবর