DA অতীত! ভোটের আগে মহিলা সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের, শুনে লাফাবেন

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে মহিলা সরকারি কর্মচারীদের ছুটি (Leaves) বৃদ্ধি করল রাজ্য সরকার (State Government)। মঙ্গলবার রাজ্য সরকার তরফে ঘোষণা করা হয়েছে যে এতদিন রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কর্মরত মহিলা কর্মচারীরা বছরে ১৫টি ক্যাজুয়াল লিভ (সিএল) পেতেন। তবে এবার থেকে তারা ক্যাজুয়াল লিভ হিসেবে আরও বাড়তি ১০ ছুটি পাবেন। অর্থাৎ মোট ২৫টি ছুটি পাচ্ছেন তারা।

জানিয়ে রাখি, ভোটের আগে উল্লেখযোগ্য এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। মহিলা কর্মীদের ক্যাজুয়াল লিভের সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, মহিলা সরকারি কর্মচারীদের বাড়িতে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। তাদের উপর সর্বদা বাড়তি চাপ থাকে। সেই দিক বিবেচনা করেই বছরে তাদের ১০টি ছুটির সংখ্যা বৃদ্ধি করা হল।

উল্লেখ্য, ইতিমধ্যেই চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেছে ওড়িশার নবীন পট্টনায়েকের সরকার। গত বছর মিশন শক্তি স্কুটার যোজনার আওতায় স্কুটার কেনার জন্য দু’লাখ মহিলাকে এক লাখ টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার।

এছাড়াও বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার আওতায় মহিলাদের অনেক বেশি সুবিধা প্রদান করে রাজ্য। জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে বেসরকারি হাসপাতালে পুরুষরা পাঁচ লাখ টাকা পর্যন্ত ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা পান। তবে মহিলারা এই প্রকল্পের আওতায় মহিলারা ১০ লাখ টাকা টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পান।

females

আরও পড়ুন: অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে! কারা, কেন করেছে? প্রকাশ্যে জানিয়ে দিলেন মমতা

আর এবার লোকসভা ভোটের আগে মহিলা সরকারি কর্মীদের ছুটির সংখ্যা বাড়িয়ে দিল রাজ্য সরকার। একদিকে লোকসভা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। ওদিকে ওড়িশা বিধানসভা ভোটও আসছে। এই আবহে সরকারের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর