চমকের পর চমক! বাজেটে এবার সোনায় সোহাগা হবে মহিলাদেরই, বিস্তারিত জানলে আনন্দে লাফাবেন

বাংলাহান্ট ডেস্ক : গত ফেব্রুয়ারি মাসে পেশ হয়েছিল অন্তর্বর্তীকালীন বাজেট (Budget)। আগামী সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) পেশ করতে চলেছেন পূর্ণাঙ্গ বাজেট (Budget)। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই বাজেটে (Budget) বেশ কিছু বড় ঘোষণা থাকতে পারে মহিলাদের জন্য। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের বেশ কিছু সুযোগ সুবিধা ঘোষণা করতে পারেন বাজেটে (Budget)।

আগামী পূর্ণাঙ্গ বাজেটে (Budget) মহিলাদের জন্য কী কী ঘোষণা হতে পারে তার সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক।

• মহিলাদের জন্য ফের একবার চালু করা হতে পারে রেয়াতযোগ্য ট্যাক্স স্ল্যাব। অর্থাৎ মহিলাদের পুরুষদের তুলনায় আয়ের উপর কম কর দিতে হবে।

• আগামী বাজেটে (Budget) অর্থমন্ত্রী বিবাহিত মহিলাদের জন্য যৌথ ফাইলিং বিকল্প ঘোষণা করতে পারেন। বিবাহিত দম্পতিরা এই বিকল্পের মাধ্যমে একসাথে তাদের আয় ফাইল করতে পারবেন। তার সাথে তাদের করের দায়িত্ব একত্রিত হয়ে যাবে।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার ‘এই’ রুটেই মিলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, স্পিড শুনলে ‘থ’ হয়ে যাবেন

• এছাড়াও কর্মজীবী মহিলারা করের ক্ষেত্রে ছাড় পেতে পারেন কর্ম-সম্পর্কিত ব্যয়, অবসর গ্রহণের অবদান বা শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে।

• দেশের নিম্নবিত্ত মহিলাদের জন্য রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবায় ভর্তুকি বৃদ্ধি করা হতে পারে।

আরোও পড়ুন : ২১ জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন এই দুই BJP সাংসদ, কারা? তোলপাড় রাজ্য

• মহিলাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে কর ছাড় বৃদ্ধি করা হতে পারে স্বাস্থ্য বীমায়।

This is why the Modi government changed the budget day

RSM ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ড. সুরেশ সুরানা এই প্রসঙ্গে বলেছেন, “এই নীতিগুলি মহিলাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধিতে সাহায্য করবে।” মহিলা উদ্যোক্তা অঞ্জলী সেনের মত, “এই নীতিগুলি মহিলাদের জীবনে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং তাদের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে বিকাশ করতে সাহায্য করবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর