মদের লাইসেন্সের নামে তৃণমূল নেতার ছেলেকে ঠকালেন তরুণী! খেয়ে নিলেন ৪৬ লাখ টাকা

বাংলাহান্ট ডেস্ক : এ যেন উলট পুরাণ। প্রতারণার অভিযোগ এতদিন উঠে আসত তৃণমূলের নেতারদের বিরুদ্ধে। এবার স্বয়ং তৃণমূল নেতার ছেলের সঙ্গেই ৪৬ লক্ষ টাকা প্রতারণা করলো এক তরুণী। এই অভিযোগে সেই তরুণীকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম সেল।

জানা যাচ্ছে, পাপড়ি সুলতানা নামের ওই তরুণী পশ্চিম বর্ধমানের বার্নপুরের পুর্ণিয়া তালাব অঞ্চলের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতা সরবন সাউয়ের ছেলে লব কুমার সাউয়ের থেকে মোট ৪২ লক্ষ টাকা আদায় করে। পরে লব বুঝতে পারে পুরো টাকাটাই জলে গেছে তার। শুধু তাই নয়, এই চক্রে আরও কয়েকজন যুক্ত আছে বলেই দাবি লবের। তাদের সন্ধান তাল্লাশি করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পাপড়ি সুলতানা নামে ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। এমনকি, তার ৯ বছরের একটি ছেলেও রয়েছে। একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এই প্রতারণা চক্রটি চালায় সে। পাপড়ি আবার নিজেকে পরিচয় দেয় আইনজীবী হিসাবে। জানা যাচ্ছে, আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলরের ছেলে লব কুমার সাউকে মদের দোকানের লাইসেন্স করিয়ে দেবে বলেছিল সে। এই কথা বলে একটি ওয়েবসাইটে ফর্ম ফিল আপও করায়। পরে জানা যায় ওই ওয়েবসাইটটি ছিল ভুয়ো। এর পর ওই ওয়েবসাইটের মাধ্যমে ও নগদে দফায় দফায় মোট ৪৬ লক্ষ টাকা আদায় করে সে।

Untitled design 2022 06 25T174321.918

শুধু তাই নয়, লবের আস্থা জিততে ভুয়ো ওকালতনামাও তৈরি করে পাপড়ি। গত মে মাসে টাকা দেওয়ার পর পাপড়ির দাবি নিয়ে সন্দেহ হয় লবের। তখন তিনি আবগারি দফতরে খোঁজ নিয়ে জানতে পারেন ওয়েবসাইটটি ভুয়ো। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়ের হতেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন পাপড়ি। কিন্তু ভাগ্যচক্রে জামিন মঞ্জুর করেনি আদালত। বৃহস্পতিবার রাতেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পাপড়ি সুলতানাকে গ্রেফতার করে পুলিশ। তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।


Sudipto

সম্পর্কিত খবর