বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের কবজা হওয়ার পর থেকেই মহিলাদের উপর লাগাম কষা আর তাঁদের উপর অত্যাচারের কাহিনী উঠে আসছে। গোটা ইসলামিক আমিরাত আফগানিস্তানে শরিয়া আইন লাগু করে মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রচেষ্টায় থাকা তালিবানরা এখন দেশের মহিলা বিচারকদেরও নিশানায় নিয়েছে।
তালিবানের আতঙ্কে অনেক আফগান মহিলাই দেশ ছেড়েছেন। আর এবার মহিলা বিচারকদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। একদা যেসব মহিলা বিচারক তালিবানদের সাজা ঘোষণা করেছিলেন, আজ তাঁরা তালিবানদের হাত থেকে নিজেকে বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে। মহিলা বিচারক ছাড়া বহু মহিলা আফগান সমাজসেবীরাও আফগানিস্তানে আটকে পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রাণ সংশয়ও রয়েছে।
তালিবান আফগানিস্তানে কবজা করার পর সমস্ত জেলবন্দিদের মুক্ত করে দিয়েছে। আর এবার তাঁরাই মহিলা আইনজীবী এবং বিচারকদের খুঁজছে। জানা গিয়েছে যে, কমপক্ষে ২৫০ জন মহিলা বিচারক তালিবানের কিল লিস্টে রয়েছে। তালিবান তাঁদের খুঁজে পেলেই খতম করে দেবে।
এরকম আতঙ্ক ছড়িয়ে পড়ার পর মহিলা আইনজীবী আর বিচারকরা দফতরে যাওয়া বাদ দিয়ে দিয়েছে। যদিও, এখন দফতরে যাওয়া কোনও মানে নেই, কারণ তালিবান শাসিত আফগানিস্তানে এখন নিয়ম-কানুন নেই, তাহলে আদালত খুলে কী করবে?
এক মহিলা বিচারক মিডিয়াকে জানান, ওনার বাড়িতে চার-পাঁচজন তালিবান এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল যে, আমি কোথায়? উনি জানান, এরা তাঁরাই যাদের আমি জেলে পাঠিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্য ভালো যে, আমি আফগানিস্তান ছাড়তে সক্ষম হয়েছি।