বাংলাহান্ট ডেস্ক :করোনা মোকাবিলা করতে আমরা প্রথম থেকেই ডাক্তার এবং জরুরী বিভাগের কর্মীদের নিঃস্বার্থ চেষ্টা দেখেছি। তারপর দেখেছি দেশের সাধারণ অনেক মানুষের সাহায্য করার প্রবণতা যারা বিপদের মানুষের এবং পশুদের সাহায্য করেছে। এবার এই তালিকায় জুড়েছে মহিলা নেতারা। আর এখনও সংকট মোকাবেলায় বড় ভূমিকা পালন করছেন বিশ্বব্যাপী মহিলা নেতারা।
এদের মধ্যে একজন হলেন রবিকান্ত পরিক। রবিকান্ত পরিক বর্তমানে সমগ্র পৃথিবী করোনভাইরাস (কোভিড -১৯) মহামারীর বিরুদ্ধে লড়াই করছে।এরা এই মারাত্মক মহামারী রোধে যথেষ্ট সাফল্য অর্জন করেছে।এভাবেই পৃথিবীতে সব দেশের মহিলা নেতারা এখন করোনা মোকাবিলা করতে দিন রাত তাড়াতাড়ি চেষ্টা করে যাচ্ছে, তাদের জীবনের পরোয়া না করেই কাজ করছে।
একই স তাইওয়ান, জার্মানি এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলি, যারা এই যুদ্ধে নারীর নেতৃত্বে রয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইঙ্গ-ওয়েন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মেরিন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্ন, কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে সেলজা, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকোবস্তাদার সবাই আছে এই তালিকায়।
চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের নেতৃত্বে জার্মানিতে সবচেয়ে নিবিড় পরিচর্যা এবং বৃহত্তম স্কেল করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্দান মুসলমানদের মারাত্মক গণহত্যা রোধ করতে এগিয়ে আসেন। নিউজিল্যান্ডের সীমানা বিদেশী দর্শনার্থীদের কাছে বন্ধ করেন জ্যাকিন্ডা আর্ডারন। ভারতের ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী কে কে সেলজা কোভিড -১৯ সংকট মোকাবিলার জন্য এগিয়ে আসেন। তিনি অনেক কাজ করেন। সান্না মেরিন মহামারী মোকাবেলায় তার জন্য প্রস্তুতি নেন ফিনল্যান্ড এর প্রধানমন্ত্রী।