প্রচারে বেরিয়েই বিপত্তি! হেভিওয়েট TMC প্রার্থী সৌগত রায়কে ঘিরে ধরলেন মহিলারা! তারপর…

বাংলা হান্ট ডেস্কঃ প্রখর রোদ মাথায় নিয়েই প্রচারে বেরিয়েছিলেন সৌগত রায় (Saugata Roy)। কিন্তু প্রচার সেরে ফেরার পথেই বিপত্তি! পানিহাটির শ্যামশ্রী পল্লীর কাছে তৃণমূল (TMC) প্রার্থীর গাড়ি পৌঁছতেই হঠাৎ ঘিরে ধরেন বহু মহিলা। এদিকে কাঠাফাটা রোদের মধ্যে এতজন মহিলাকে একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করতে দেখে গাড়ি থেমে আসেন সৌগত।

বিদায়ী সাংসদকে দেখতে পেয়েই এগিয়ে আসেন মহিলারা। জানাতে থাকেন নিজেদের অভাব-অভিযোগের কথা। তাঁরা বলেন, দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই অবস্থায় ৬ দিন ধরে জল নেই এই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানিহাটি (Panihati) ৩৪ নম্বর ওয়ার্ডের অধীন শ্যামশ্রী পল্লীতে বিগত ৬ দিন ধরে জলের সমস্যা। তীব্র গরমে জলের দাবিতে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।

দমদম লোকসভা কেন্দ্র থেকে তিনবার জয়ী হয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের প্রবীণ রাজনীতিক সৌগত। এদিন তাঁর সামনেই জলের সমস্যা নিয়ে ক্ষোভ উগড়ে দেন পানিহাটির শ্যামশ্রী পল্লীর মহিলারা। বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থীকে ঘিরে তাঁরা প্রশ্ন করেন, ‘আমরা কবে জল পাব? কোথায় জানাব? একাধিকবার জানিয়েছি, তারপরেও একটাও ট্যাঙ্ক নেই’।

আরও পড়ুনঃ ‘সম্পূর্ন জালিয়াতি…’, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির, SSC মামলায় কী রায় দিল সুপ্রিম কোর্ট?

এলাকাবাসীর অভাব-অভিযোগের কথা শুনে তৎক্ষণাৎ পুরসভায় ফোন করেন সৌগত। জল না পাওয়ার যে সমস্যা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আধিকারিকদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বিদায়ী সাংসদের আস্থা পেয়ে শেষ অবধি বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

পানিহাটির শ্যামশ্রী পল্লী নিবাসীদের অভিযোগ, বর্ষাকাল এলেই তাঁদের এলাকায় জল জমে আর গরম পড়লেই দেখা দেয় জল না পাওয়ার সমস্যা। এবার এই সমস্যার স্থায়ী সমাধান কী হবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

Women protesting in front of Saugata Roy

এই প্রসঙ্গে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত বলেন, ‘প্রচার সেরে ফেরার সময় পথ অবরোধ হয়েছে দেখলাম। শুনলাম এলাকায় ৬ দিন ধরে জল নেই। আমি তখনই কেএমডিএ এবং পুরসভার সঙ্গে কথা বললাম। কাউন্সিলাররাও এলাকায় এসেছিলেন। সবাই বোঝানোর পর ওনারা বিক্ষোভ তুলে নেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর