রাজনৈতিক বিশৃঙ্খলাঃ অমিত শাহের সভায় ব্যারিকেডে উঠে কালো পতাকা দেখালেন মহিলারা

বাংলাহান্ট ডেস্কঃ নামখানায় ‘পরিবর্তন যাত্রা’র সূচনা সভায় কালো পতাকা দেখানো হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (amit shah)। নিরাপত্তারক্ষীদের এড়িয়ে বাঁশের ব্যারিকেড ভেঙে কালো পতাকা দেখালেন বেশ কয়েকজন মহিলা। সেই কালো পতাকার নীচে লেখা ছিল কৈখালী শিক্ষক সমিতি।

বঙ্গ সফরে বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচী নিয়ে বাংলায় এসেছিলেন অমিত শাহ। সকালে এসেই ভারত সেবাশ্রম সঙ্ঘ হয়ে কমিল মুনির আশ্রম ঘুরে নামখানার সভামঞ্চে পৌঁছাতে বেশকিছুটা দেরীই হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। বাঁশের ব্যারিকেডের উপর উঠে বেশ কয়েকজন মহিলা কালো পতাকা দেখাতে থাকেন।

Amit Shah Agi woman

তাদের সেখান থেকে রীতিমত তাদের টেনে হিঁচড়ে নামিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। সঙ্গে অমিত শাহ নিজেও শান্ত হতে বলেন ক্ষিপ্ত মহিলাদের। তারপর তৃণমূলকের দিকে আঙ্গুল তুলে বলেন, ‘এভাবে মহিলাদের সামনের দিকে ঠেলে দিয়েছেন মমতা ব্যানার্জি। এসব তাঁরই কারসাজি’।

কড়া নিরাপত্তা এড়িয়েও অমিত শাহ মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান এই বিক্ষুদ্ধ মহিলারা। সভায় তেমন ভিড় না হলেও, এই বিশৃঙ্খলার জেরে কিছুটা সময় নষ্ট হওয়ার পরই আবার সভার বক্তৃতা দিতে শুরু করেন অমিত শাহ।

অমিত শাহের এই সভার ঘটনার রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে আবার সদ্য বিজেপিতে যোগ দিয়েছে টলি অভিনেতা যশ দাসগুপ্ত, হিরণ সহ বেশ কয়েকজন টলি অভিনেতা অভিনেত্রী। পাশাপাশি আরও বেহস কয়েকজনের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। সবমিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর