বাংলাহান্ট ডেস্ক : আপনি কি একজন চাকরিপ্রার্থী? হন্যে হয়ে চাকরির সন্ধান করছেন? এবার পশ্চিম মেদিনীপুরের চাকরিপ্রার্থীদের জন্য উঠে আসছে বড় সুখবর। এই পদে শুধুমাত্র আবেদন করতে পারবেন মহিলারা। পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা এই পদে আবেদনের যোগ্য। অস্থায়ী এই পদে মিটবে মোটা অংকের বেতন।
তাই দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এই পদের জন্য। জেলা প্রশাসনের ওয়েবসাইটে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে জেলাশাসকের কার্যালয়ে ওয়ান স্টপ সেন্টারে কেস ওয়ার্কার পদে। এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন পত্র জমা দিতে হবে।
আরোও পড়ুন : অবিশ্বাস্য! এই গ্রামের নদী থেকে উঠে এল অবিকল রামলালার মতো বিষ্ণুমূর্তি, সঙ্গে মিলল শিবলিঙ্গও
৭ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।জেলাশাসকের কার্যালয়ের জন্য ‘ওয়ান স্টপ সেন্টার’-এর সমাজকল্যাণ বিভাগে এই নিয়োগ হবে। মোট শূন্য পদের সংখ্যা একটি। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এই পদে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর রাখা হয়েছে। এক বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
আরোও পড়ুন : আজই আসতে পারে সুখবর! বাজেটে কতটা DA বৃদ্ধি করতে পারে মমতা সরকার? জল্পনা তুঙ্গে
মাসিক বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর মহিলা সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে ৩ বছরের। এছাড়াও বাংলা ও ইংরেজি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।
তারসাথে প্রয়োজন হবে কম্পিউটার চালানো ও এমএস অফিস চালানোর দক্ষতা। জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিতে হবে আগামী ২৯ শে ফেব্রুয়ারির মধ্যে। তবেই নিয়োগের মাধ্যমে জেলার মহিলাদের যে কপাল খুলবে তা বলাই বাহুল্য।