‘এটা বাংলাদেশ না, বাংলা নয়, হিন্দিতে বলুন’, কলকাতা মেট্রোর ঘটনায় বিতর্ক চরমে!

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলবে না, কথা বলতে হবে হিন্দিতে। না, ভারতের অন্য কোনো রাজ্য নয়, খাস কলকাতায় শোনা গেল এমন কথা! বাংলায় (West Bengal) কথা বলার জন্য এক মহিলাকে শুনতে হল ‘এটা বাংলাদেশ নয়’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমনি ঘটনা নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী হয়েছে ঘটনাটা?

পশ্চিমবঙ্গে (West Bengal) বাংলা ভাষা নিয়ে ভাইরাল বিতর্কিত ভিডিও

নেট মাধ্যমে বহু ভিডিওই ভাইরাল হয়ে থাকে। তেমনি একটি ভিডিও সম্প্রতি নজর কেড়েছে নেটিজেনদের। জানা যাচ্ছে, ভিডিওটি কলকাতা মেট্রোর। দুই মহিলাকে তীব্র বসায় জড়াতে দেখা গিয়েছে ভিডিওতে। একজন মহিলাকে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘এটা বাংলাদেশ নয়, এটা ভারত। পশ্চিমবঙ্গ (West Bengal) ভারতের একটা অংশ। ভারতে থেকে আপনি বাংলা জানেন, অথচ হিন্দি জানেন না?’ অপরজন উত্তর করেন, ‘আমি পশ্চিমবঙ্গে থাকি। এটা আমার শহর, আপনার নয়। আমার রাজ্যে থেকে বাংলা বলার জন্য আমাকে অপমান করতে পারেন না আপনি’।

Women schooled for speaking bengali in west bengal

কলকাতায় বাংলা বলা নিয়ে আপত্তি: কিন্তু এরপরেও থামেননি প্রথম জন। তিনি ফের বলে ওঠেন, ‘মেট্রোটা আপনার নয়, পশ্চিমবঙ্গ আপনার নয়’। এরপরেই অপর মহিলা ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন, ‘মেট্রোও আমার, পশ্চিমবঙ্গও (West Bengal) আমার। বাংলার মানুষের ট্যাক্সের টাকায় মেট্রো তৈরি হয়েছে। আপনার শহরের মানুষের টাকায় নয়’। এর মধ্যেই আরো অনেককে আপত্তি জানাতে দেখা যায় হিন্দিতে কথা বলতে বলার জন্য। কিন্তু প্রথম মহিলা টানা বচসা চালিয়ে যান।

আরো পড়ুন : ফুলেফেঁপে উঠেছে সম্পত্তি, দু বছরেই আয় দ্বিগুণ, বর্তমানে কত কোটি টাকার মালিক কার্তিক?

ভিডিও নিয়ে শুরু বিতর্ক: ভিডিওটি ভাইরাল হতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভাষার সমস্যার অভিযোগ করতে শোনা যায় অনেককে। বিশেষত অন্য রাজ্য থেকে আসা পর্যটকদের বা সেখানে কর্মসূত্রে আসা মানুষদের। হিন্দি নয়, দক্ষিণী রাজ্যগুলিতে মূলত সেখানকার স্থানীয় ভাষাই ব্যবহার করে থাকেন মানুষ। কিন্তু পশ্চিমবঙ্গের (West Bengal) মতো একটি রাজ্য, কলকাতার মতো শহর যেখানে বহু ভাষাভাষীর মানুষের একত্রবাস, সেখানে এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে।

আরো পড়ুন : এই সুপারহিট ছবির প্রস্তাব এসেছিল, প্রসেনজিতের ছেড়ে দেওয়া সুযোগ লুফে নিয়ে সুপারস্টার হন সলমন

বাংলায় থেকে বাংলা ভাষায় কথা বলায় বিরোধিতা করায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সুর চড়াতে দেখা গিয়েছে কিছু মানুষকে। অনেকে আবার এর জন্য দায়ী করেছেন বাঙালির বাঙালিয়ানা হারিয়ে যাওয়াকে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর