বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ (5th Phase WB Assembly Poll)। এই ভোট পঞ্চমীতে রাজ্যে ছয়টি জেলায় মোট ৪৫ আসনের প্রার্থীদের ভাগ্য পরীক্ষা আজ। সেই সব নির্বাচনী কেন্দ্র থেকে উঠে আসছে এবার একেরপর এক রাজনৈতিক হিংসার খবর। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বিধাননগরের শান্তিনগর। দুই দলের সমর্থকদের মধ্যে চলে ইট বৃষ্টি, হাতাহাতি। এমনকি এক মহিলাকে রাস্তায় ফেলে মারধরেরও অভিযোগ উঠে আসছে।
অন্যদিকে সকালে ভোট গ্রহণ শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে কল্যানির বকুলতলা। সেখানে বিজেপি কর্মী এবং এজেন্টেকে মারধরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বুথ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে ভোটার কার্ড হাতে গোয়েশপুর-কল্যাণী বাইপাসে অবরোধে বসেন ভোটাররা। ঘটনা স্থলে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী সহ কুইক রেসপন্স টিমও।
এদিকে উত্তর বর্ধমানের সরাইটিকরে তেও চিত্র কিছুটা একই রকম। সেখানে বিজেপি এজেন্ট সহ চার জনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি মিনাখার বিজেপি এজেন্টের রহস্যজনক ভাবে ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা ঘিরে সেখানে উত্তেজনা ছড়িয়েছে। সবমিলিয়ে পঞ্চম দফার ভোট গ্রহণ হয়ে উঠেছে সরগরম।
অন্যদিকে নদীয়া (Nadia) জেলার শান্তিপুর (Shantipur) থেকে উঠে আসছে আরও হিংসাত্মক খবর। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন। এমনকি মহিলারাও সেই বিক্ষোভে সামিল হয়েছেন বিপুল হারে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে সেখানে। তবে ওয়াকিবহল মহল এই ঘটনা ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন। কারণ ভোট চতুর্থীর দিন এই রকমই ‘বাহিনী ঘেরাও’ এর ফলে প্রাণ গিয়েছিল চার জনের। যা নিয়ে এখনও রাজনৈতিক তরজা অব্যহত। তারই মাঝে ভোট পঞ্চমীতে চিত্রটা একই রকম হয়ে উঠেছে।