বাংলা হান্ট ডেস্কঃ সামনেই নির্বাচন। দিন তারিখ হয়ে গিয়েছে ঘোষণা। লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধিও। আর নির্বাচন ঘোষণা হতেই স্পর্শকাতর এলাকা গুলোতে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের তরফ থেকে এবার ভোট শান্তিপূর্ণ করানোর আশ্বাস দেওয়া হয়েছে। নেওয়া হচ্ছে অনেক কঠোর পদক্ষেপও। আর সেই কারণে এবার নির্বাচনের ঘোষণা আগে থেকেই রাজ্য জুড়ে শোনা গিয়েছে আধাসেনার বুটের শব্দ।
১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (central forces) ইতিমধ্যেই নির্বাচনের নজরদারী করতে বাংলায় এসে উপস্থিত হয়েছে। সূত্রের খবর, আরও ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী ২৫ শে মার্চের মধ্যেই বাংলায় হাজির হবে। বর্তমানে বাংলার প্রথম দফার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ৩ টি করে মোট ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী এখন টহলদারির কাজ করছে। জানা গিয়েছে, আগামী ২৫ শে মার্চের মধ্যেই আরও ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আগমন ঘটবে বাংলায়। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে বলেও, সূত্রের খবর।
আর এই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের সময় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার বাঁকড়া মিশ্রপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের সময় এলাকার মহিলারা শাঁখ বাজিয়ে জওয়ানদের স্বাগত জানান। করা হয় পুষ্পবৃষ্টিও।
কেন্দ্রীয় বাহিনীকে এভাবে সম্বর্ধনা দেওয়ার পর এলাকার মহিলারা জানান। ওনার শুধু নির্বাচনের সময় আমাদের সুরক্ষা দেবে তা নয়। ওনারা গোটা বছর দেশবাসীকে সুরক্ষা দেন। নিজের জীবনের চিন্তা না করে বর্ডারে শত্রুদের সঙ্গে লড়াই করেন। ওনাদের জন্য আজ দেশ সুরক্ষিত আছে। আর সেই কারণে ওনাদের এভাবে সম্বর্ধনা জানাচ্ছি।
কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটিতে পা রাখার সাথে সাথে আশার আলো দেখছে পশ্চিমবঙ্গ বাসী। pic.twitter.com/JKOtRibg2e
— BJP Bengal (@BJP4Bengal) March 2, 2021
বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং বাংলার মায়েদের সম্বর্ধনা জানানোর ভিডিও ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ট্যুইটারে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটিতে পা রাখার সাথে সাথে আশার আলো দেখছে পশ্চিমবঙ্গ বাসী।”