মহিলাদের জন্য দারুণ স্কিম! এবার ১০,০০০ টাকা দেবে সরকার! বড় উদ্যোগ রাজ্যের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জনপ্রিয়তা দেখার মতো। রাজ্যের গণ্ডি পেরিয়ে এই স্কিমের ‘পপুলারিটি’ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। একুশের বিধানসভা ভোটের পর চালু হয়েছিল এই স্কিম (Government Scheme)। বর্তমানে বাংলার লক্ষাধিক মহিলা এর সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যেই এদেশের একাধিক রাজ্যের সরকার নানান নামে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বিভিন্ন প্রকল্প চালু করেছে।

মহিলাদের এবার ১০,০০০ টাকা দেবে রাজ্য (Government Scheme)!

একুশের বিধানসভা ভোট থেকে চব্বিশের লোকসভা নির্বাচন, দুই ভোটেই তৃণমূলের সাফল্যের নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডারের ভূমিকা ছিল অনেকখানি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বৃহৎ অংশ এমনটাই মনে করেন। সেই সাফল্যের দিকে নজর রেখে এদেশের নানান রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বিভিন্ন স্কিম চালু করা হয়। এমনই একটি প্রকল্প হল সুভদ্রা যোজনা। ওড়িশার মহিলাদের জন্য এই স্কিম শুরু করেছে সেই রাজ্যের সরকার।

গত বছর ওড়িশা সরকারের তরফ থেকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে এই প্রকল্প চালু হচ্ছে, ২০২৮-২৯ অর্থবর্ষ অবধি চলবে। রাজ্য সরকারের এই স্কিমের (Government Scheme) মাধ্যমে আন্তর্জাতিক মহিলা দিবসে ৫০০০ টাকা এবং রাখিপূর্ণিমায় মহিলাদের অ্যাকাউন্টে ৫০০০ টাকা করে পাঠানো হবে। উপভোক্তাদের সুভদ্রা ডেবিট কার্ডও পাবেন।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে তৃণমূলি হামলা! অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মীকে মাথা থেঁতলে খুনের চেষ্টা

সেই সঙ্গেই অনলাইন লেনদেনের ক্ষেত্রে উৎসাহ প্রদান করতে এই প্রকল্পের (Subhadra Yojana) উপভোক্তাদের ‘বোনাস’ দেবে সরকার। প্রত্যেকটি পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে যে ১০০ জন মহিলা সবচেয়ে বেশি অনলাইন লেনদেন করবেন, তাঁদের ৫০০ টাকা করে দেবে রাজ্য। সেই টাকা ‘ইনসেনটিভ’ বাবদ দেওয়া হবে। তবে ওড়িশার সব মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না।

Government Scheme

যে সকল মহিলা সরকারি চাকরি করেন, যারা আয়কর দেন ও যারা আর্থিকভাবে সচ্ছল পরিবারের সদস্য, তাঁরা রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে পারবেন না। এছাড়া যে সকল মহিলা রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের অধীন মাসিক ১৫০০ টাকা অথবা তার বেশি ভাতা পান, তাঁরাও এই স্কিমের আওতায় আসবেন না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে জয়ী হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Government Scheme) চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের আদলে দেশের নানান রাজ্যে মহিলাদের জন্য প্রকল্প চালু করা হয়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের অধীন সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দিচ্ছে সরকার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X