মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্র, পাওয়ার জন্য এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ শ্রমজীবী মানুষের আওতায় পড়েন। দিন গুজরানের জন্য প্রতিনিয়তই তাঁদের করতে হয় লড়াই। স্বাভাবিকভাবে সেই যুদ্ধে সামিল থাকেন মহিলারাও। তবে, এবার মহিলাদের স্বনির্ভর করতে এবং উপার্জনশীল বানাতে ভারত সরকার গরিব ও শ্রমজীবী ​​মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার একটি প্রকল্প শুরু করেছে।

এই প্রকল্পের অধীনে, সরকার দেশের প্রতিটি রাজ্যে ৫০ হাজারেরও বেশি মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করে তাঁদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে। পাশাপাশি, সরকারের সহায়তায় সেলাই মেশিন পেয়ে মহিলারা প্রতি মাসে ভাল পরিমাণ আয় করতেও সক্ষম হবেন।

   

যে কারণে এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করছেন সবাই। মূলত বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র ও শ্রমজীবী ​​মহিলাদের স্বনির্ভর করা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। বর্তমান প্রতিবেদনে এই প্রকল্পটির প্রসঙ্গটিই বিস্তারিত ভাবে উপস্থাপিত করা হল।

শহুরে এবং গ্রামীণ দুই ক্ষেত্রেই বসবাসকারী মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে, এই প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র ২০ থেকে ৪০ বছরের মহিলারাই এই স্কিমের আওতায় আসতে পারবেন। সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র ও শ্রমজীবী ​​মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করা।

এই স্কিমের জন্য আবেদন করতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নথি প্রদান করতে হবে। প্রকল্পটিতে আবেদনের ক্ষেত্রে, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, পরিচয়পত্র এবং শারীরিক ভাবে অক্ষম হলে প্রতিবন্ধী মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও, বিধবা হলে তার শংসাপত্রের পাশাপাশি সম্প্রদায়ের শংসাপত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি প্রদান করতে হবে।

এই স্কিমে আবেদন করতে, প্রথমে আবেদনকারীকে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://www.india.gov.in/-এ যেতে হবে। এরপরে ডিভাইসে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে।

istockphoto 1147299980 612x612 1

আবেদনপত্রে জানতে চাওয়া সমস্ত তথ্য নির্ভুল ভাবে লিখে সমস্ত প্রয়োজনীয় নথির সাথে এটি সংযুক্ত করতে হবে। এরপর ওই আবেদনপত্রটি এবং এর সাথে সংযুক্ত সমস্ত নথি সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে আবেদনকারীদের। কর্মকর্তারা আবেদন যাচাই করার পর যদি আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য হন, তবে এই স্কিমের অধীনে তিনি বিনামূল্যে একটি সেলাই মেশিন পেতে সক্ষম হবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর