মহিলারাই চালাবেন টাটার এই কারখানা, বর্তমানে ৫ হাজার কাজ করলেও যুক্ত হবে আরও ৪৫ হাজার

বাংলাহান্ট ডেস্ক : প্রবীণ ভারতীয় শিল্পপতি রতন টাটার (Ratan Tata) নেতৃত্বে টাটা গ্রুপ (Tata Group) একটি বড় পরিকল্পনা করছে। গ্রুপটি তামিলনাড়ুর হোসুর জেলায় তাদের ইলেকট্রনিক্স কারখানায় কর্মসংস্থান বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে। আগামী দুই বছরে ৪৫ হাজার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। আইফোনের যন্ত্রাংশ তৈরি হবে টাটার এই কারখানায়। বর্তমানে এই কারখানায় ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরী করা হয়।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনার বিধিনিষেধের কারণে অ্যাপলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে ভারতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এ কারণে দেশীয় কোম্পানিগুলোও এই সম্প্রসারণের অংশ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে টাটা গ্রুপ অ্যাপলের কাছ থেকে আরও বেশি অর্ডার পাওয়ার চেষ্টা শুরু করেছে। রতন টাটার টাটা গ্রুপের প্রস্তুতি কথা বলতে গেলে, আগামী ১৮ থেকে ২৪ মাসে প্রায় ৪৫, ০০০ চাকরি দিতে চলেছে তারা। বিশেষ বিষয় হলো এই চাকরিগুলো বেশিরভাগই হবে নারীদের জন্য।

TATA Group

বর্তমানে, টাটার ৫০০ একর জুড়ে বিস্তৃত এই প্ল্যান্টে প্রায় ১০, ০০০ কর্মী কাজ করছেন। এদের অধিকাংশই নারী শ্রমিক। সেপ্টেম্বর মাসেই এই প্ল্যান্টে পাঁচ হাজার নারী কর্মী নিয়োগ করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে হোসুর প্ল্যান্টে কর্মরত নারী শ্রমিকদের মোট বেতন দেওয়া হচ্ছে ১৬, ০০০ টাকার বেশি। এছাড়া কারখানায় কর্মচারীদের খাবার ও বাসস্থানের মতো সুবিধাও দেওয়া হয়। এছাড়াও টাটা কর্মীদের প্রশিক্ষণ ও শিক্ষা দেওয়ার পরিকল্পনাও করছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর