বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যোগদান করতে চলেছেন গুজরাটের নওসারিতে নারী দিবসের (International Womens’ Day) একটি বিশেষ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর আগমনের বার্তা পেয়ে প্রশাসনের তরফে গুজরাটের নওসারিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই।
ভারতে (India) প্রথমবার নরেন্দ্র মোদির নিরাপত্তায় জন্য নিয়োজিত শুধুই নারীরা
তবে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হল, ভারতে (India) নারী দিবসের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলারা পুলিশ কর্মীরাই। মূলত নারী দিবসের কথা মাথায় রেখে ইতিহাসে এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতে কোনও রকম ত্রুটি রাখতে চাইছে না পুলিশ-প্রশাসন।
আরও পড়ুন : সরকারি স্কুলগুলিতে তৈরী হচ্ছে প্রজাপতি পার্ক! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
বলা বাহুল্য, এখন চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা আধিকারিকেরা প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন মহিলা পুলিশ কর্মীরা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন : মাত্র ৪ দিনেই দর্শকদের প্রিয়, TRP-র খেলাই ঘুরিয়ে দেবে জি বাংলার এই মেগা!
তিনি জানান, “নারী দিবসে উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট পুলিশ। ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলা আধিকারিকরা। এই বড় অনুষ্ঠানের গোটাটাই তাঁরা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলারাই।”
সূত্রের খবর, মহিলা নিরাপত্তা বলয়ের মধ্যেই নভসারির ভানসি বরসি গ্রামের হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছাবেন অনুষ্ঠানস্থলে। জানা গিয়েছে, গোটা অনুষ্ঠানের তদারকির দায়িত্বে থাকবেন ২,১৬৫ জন মহিলা কনস্টেবল, ১৮৭ জন মহিলা পিআই, ৬১ জন মহিলা পিএসআই, ১৯ জন মহিলা ডিওয়াইএসপি, ৫ জন মহিলা ডিএসপি, ১ জন মহিলা আইজিপি এবং ১ জন মহিলা এডিজিপি।