বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আইপিএল চলাকালীন অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের পছন্দমত টিম বানিয়ে সেখান থেকে টাকা জিতে নেন। কিন্তু, এবার জনপ্রিয় প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন থেকে ১ কোটি টাকা জিতেও কার্যত ভেঙে পড়েছেন এক যুবক। জানা গিয়েছে যে, বিহারের মধুবনী থানা এলাকার চৌরাহী গ্রামের বাসিন্দা বছর তিরিশের জিয়াউদ্দিন ড্রিম ইলেভেন থেকে কোটিপতি হয়েছিলেন।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সাইবার অপরাধীরা তাঁর ওয়ালেট থেকে সমস্ত টাকা নিয়ে নেয়। তথ্য অনুযায়ী জানতে পারা গিয়েছে যে, গত ২৮ এপ্রিল ড্রিম ইলেভেনে টি-টোয়েন্টি টুর্নামেন্টে টিম বানিয়েছিলেন জিয়াউদ্দিন। এদিকে, ওই ম্যাচে সেদিন অংশ নিয়েছিলেন ৩০ লক্ষ ৭৬ হাজার ৯২৩ জন। খেলার ষষ্ঠ প্রচেষ্টাতেই কোটিপতি হয়ে যান তিনি। এই প্রসঙ্গে জিয়াউদ্দিন বলেন যে, তিনি প্রথম হওয়ার জন্য ১ কোটি ১৩৯ টাকা পুরস্কার পেয়েছিলেন। যদিও, ট্যাক্স কেটে নেওয়ার পর তাঁর ওয়ালেট অ্যাকাউন্টে ৭০ লক্ষ ১৬৭ টাকা ৫০ পয়সা ছিল।
অপরিচিত নাম্বার থেকে ফোন আসে:
এরপরে, গত ১ মে নাগাদ হঠাৎই ৯৬৭৩৪৮৪৩০১-এই অচেনা নাম্বার থেকে ফোন করা হয় জিয়াউদ্দিনকে। এমনকি, প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে চেয়ে নেওয়া হয় একটি OTP-ও! এদিকে, ৮২৬০৮৮১৫৩২-এই নম্বর থেকেও বারংবার ফোন পেতে থাকেন তিনি। এমতাবস্থায়, ওই নম্বরটিকে ব্লক করে দেন জিয়াউদ্দিন। জানা গিয়েছে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকায় ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করতে পারছিলেন না তিনি।
নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা ছিল:
এদিকে, নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করেছিলেন জিয়াউদ্দিন। কিন্তু, সেই সময়েই তাঁর মোবাইলটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি যখন মোবাইল চালু করেন তখন দেখতে পান যে বেশকিছু “ডেটা” ফোন থেকে উধাও ছিল। এমনকি, জিমেইল আইডিতে প্রবেশ করতে গেলেও ভুল পাসওয়ার্ড দেখাচ্ছিল। তারপর আরেকটা জিমেইল বানিয়ে মোবাইল চালু করতেই আর কোনো “ডেটা” পাওয়া যায়নি। জানা গিয়েছে যে, গত ২ মে তাঁর মোবাইল চালু হলে সাইবার অপরাধীরা তাঁর অ্যাকাউন্ট থেকে তিন কিস্তিতে মোট ৬১ লক্ষ ৯০ হাজার টাকা তুলে নেয়।
এদিকে, জিয়াউদ্দিন জানান, এই টাকা জেতার খবর পরিবারকে দেন তিনি। গত ৩০ এপ্রিল, তিনি চেন্নাই থেকে কলকাতা হয়ে দ্বারভাঙ্গায় পৌঁছে নিজের বাড়িতে যান। জিয়াউদ্দিনের ছোট একটি বাড়ি রয়েছে। পাশাপাশি, তিনি চেন্নাইয়ের একটি কোম্পানিতে চামড়ার ব্যাগ তৈরির কাজ করেন। এমতাবস্থায়, সর্বস্ব খুইয়ে জিয়াউদ্দিন মধুবনির এসপির কাছে আবেদন করেছেন।