১০ ফুটের সাপের সাথে লড়াই করে সন্তানদের বাঁচালো মা কাঠঠোকরা, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ মায়ের (Mother) সঙ্গে তাঁর সন্তানের (Child) সম্পর্ক বড়োই আদরের। মাতৃস্নেহ বড়ো স্নেহ। মায়ের থেকে কাছের মানুষ সন্তানের কাছে আর কেউ হয় না। মা এক এবং অদ্বিতীয়। মা, মা-ই হয়। তা সে মানুষ হোক বা পশু-পাখি। সব মা-ই চায় তাঁর সন্তানকে আদর, যত্নে, আগলে রেখে বড়ো করতে। নিজের সন্তানের কোন ক্ষতি হলে যেমন কোন মানুষ মা চুপ করে বসে থাকতে পারেন না, তেমনই পাখি মাও পারেনি।

snake 222

সম্প্রতি এক ভিডিও (Video) নতুন করে ভাইরাল (Vairal) হয়, যেখানে দেখা যাচ্ছে এক মা প্রাণপণে তাঁর সন্তানকে বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে। ভিডিওটি নতুন করে ভাইরাল হলেও, এটি কিন্তু ১১ বছর আগের ঘটনা। ঘটনাটি ঘটে পেরুতে (Peru)। সেখানে ২০০৯ সালে ছুটি কাটাতে গিয়েছিলেন ইজরায়েলের (Israel) পর্যটক আসফ আদমনি। সেখানকার জঙ্গলে ভ্রমণ পথে তিনি একটি ঘটনার ভিডিও করেন। এবং তারপর সেটি ইউটিউবে আপলোড করেন। তখনকার সময়ে এই ভিডিওটির ইউটিউব ভিউ হয়েছিল প্রায় ৮০ লক্ষ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে সন্তানদের বাঁচাতে দশ ফুট লম্বা সাপের (Snake) সঙ্গে লড়াই করছে মা কাটঠোকরা (Woodpeckers)। গাছের কোটরে থাকা কাটঠোকরার ডিমগুলো নিতে আসে এক বিশাল দশ ফুটের সাপ। আর সেই সাপকে হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মা কাটঠোকরা।

তৎকালীন সময়ে এই ভিডিও প্রচুর মানুষ দেখেন। ভাইরাল হওয়া এই ভিডিও পরবর্তীতে ভারতীয় (India) বনদপ্তরের আধিকারিক সুশান্ত নন্দা (Sushanta Nanda) ইন্টারনেটে শেয়ার করেন। ফের নতুন করে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। কিভাবে মা তাঁর সন্তানদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন তা পরিস্কার ভাবেই বোঝা যাচ্ছে এই ভিডিওটিতে।


Smita Hari

সম্পর্কিত খবর